হোম /খবর /দেশ /
সমস্ত রেকর্ড ভেঙেচুরে তছনছ, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত ৩৮,৯০২

সমস্ত রেকর্ড ভেঙেচুরে তছনছ, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত ৩৮,৯০২

শনিবার দেশে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৩৪,৮৮৪ জন

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ধারা বজায় রেখেই করোনা সংক্রমণের নয়া রেকর্ড দেখল রবিবারও ৷ দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৩৮ হাজার পার করল প্রথমবার ৷ শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯০২ জন ৷ সারা দেশে করোনা সংক্রমিতের মোট সংখ্যা ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮ ৷ গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনের মৃত্যু হয়েছে ৷ শনিবার দেশে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৩৪,৮৮৪ জন ৷ আর সেখান থেকে রবিবার এক লাফে অনেকটা বেড়েছে ৷ তবে মৃতের সংখ্যা শনিবার অনেকটা বেশি ছিল ৬৭১ ৷

স্বাস্থ্য মন্ত্রালয়ের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩,৭৩,৩৭৯ ৷ করোনা অতিমারীর জেরে এখনও অবধি মোট ২৬,৮১৬ জনের মৃত্যু হয়েছে ৷ ৬,৭৭,৪২২ মানুষ এখনও অবধি করোনাকে হারিয়ে সেরে উঠেছেন ৷ দেশে রিকভারি রেট এই মুহূর্তে ৬৫.২৪% ৷ করোনা ভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে মহারাষ্ট্রে ৷

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পেরিয়েছে ৷ শনিবার এই রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৩৪৮ জন ৷ রাজ্যের স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে ৷ মহারাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা ১১, ৫৯৬ ৷ করোনা মহামারী -র জেরে ৩,০০৯৩৭ জন মোট সংক্রমিত হয়ে রয়েছেন ৷ এখনও অবধি ঠিক হয়ে গেছেন ১,৬৫, ৬৬৩ ডন ৷

বিহারেও শনিবার করোনা ভাইরাসের দাপট দেখাতে শুরু করেছে৷ ১৬৬৭ টি নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে৷ করোনা মহামারীতে মোট সংক্রমিতের সংখ্যা ২৫ হাজার পেরিয়েছে ৷ রাজ্যে মোট মৃতের সংখ্যা ১৭৭ ৷ এই মাস থেকে বিহারে হঠাৎ করেই সংক্রমণের সংখ্যায় একলাফে বেড়ে গেছে  আড়াই গুণ ৷ বিহারের সুস্থতার হারও এই কয়েকদিনে কমে গেছে অনেকটা ৷ ৭৭.৫২ শতাংশ হার ছিল সুস্থতার আর সেটা এক ধাক্কায় কমে গেছে ৬৩.১৭ শতাংশ ৷

গুজরাতেও একদিনে করোনা সংক্রমণের সংখ্যা এক ধাক্কায় বেড়েছে রেকর্ড সংখ্যায় ৷ একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৬০ জন ৷ এরই জেরে গোটা রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৪৭,৪৭৬ ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus