হোম /খবর /দেশ /
বিশেষ বিমান তৈরি, চিনে আটকে থাকা কয়েক হাজার ভারতীয়কে দেশে ফেরাচ্ছে কেন্দ্র

Coronavirus: এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান তৈরি, চিনে আটকে থাকা কয়েক হাজার ভারতীয়কে ফেরাচ্ছে কেন্দ্র

প্রথমেই ইউহানে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর পরিকল্পনা রয়েছে।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা আতঙ্কের মধ্যেই চিনে আটকে কয়েক হাজার ভারতীয়। বিশেষ বিমান পাঠিয়ে তাদের দেশে ফেরাচ্ছে কেন্দ্র। এ নিয়ে ভারতের অনুরোধ মেনে নিয়েছে চিনা প্রশাসন। তবে প্রথমেই ইউহানে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর পরিকল্পনা রয়েছে।

করোনা আতঙ্কে কাঁপছে চিন। ইউহান-সহ বেশ কিছু শহর অবরুদ্ধ। চিনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে খুব তাড়াতাড়ি রওনা হবে এয়ার ইন্ডিয়ার বিশেষ Boeing 747-400 বিমান। চিনে ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান পাঠাচ্ছে কেন্দ্র ৷ মোদি সরকারের অনুরোধ শেষপর্যন্ত মেনে নিয়েছে চিন ৷

ইউহানে গৃহবন্দি বাঙালি গবেষক সাম্যকুমার রায়। বেজিংয়ে আটকে বাংলার পাল দম্পতি। হুবেইতে কাজি আরিফ ইসলাম, চানসু প্রদেশে মুখোপাধ্যায় দম্পতিদের মতো আরও অনেকেই আটকে। কবে তাঁরা ফিরবেন, সেদিকে তাকিয়ে বহু পরিবার। তবে বিদেশমন্ত্রক জানাচ্ছে, প্রথমেই ইউহান ও পার্শ্ববর্তী শহরে আটকে পড়া ভারতীয়দের ফেরানো হবেএখানেই সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত ৷

বিমানে ভারতীয়দের ফেরানোর ক্ষেত্রেও বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে ৷ বিমানটিকেই আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হবে ৷ সংক্রমণ ছড়ানোর আশঙ্কাতেই এই ব্যবস্থা ৷

ভারতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের ঘটনা ঘটেনি। পঞ্জাব, কেরল-সহ বেশ কয়েকটি রাজ্যে কয়েকজনের রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ঠিক হয়েছে  চিন ফেরত ভারতীয়দের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে ৷ বাধ্যতামূলক ভাবে সেখানে ১৪দিন থাকতে হবে তাদের ৷  ভারতের ২০টি বিমানবন্দরে স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা থাকছে ৷

করোনা নিয়ে সতর্কতা বন্দরেও। কলকাতা ও হলদিয়ায় বসানো হয়েছে থার্মাল স্ক্যানার ৷ জাহাজ থেকে বন্দরে নামার সঙ্গে সঙ্গে পরীক্ষা করা হবে ৷ তারপরই বন্দরের অন্যত্র ঢুকতে দেওয়া হবে ৷

করোনা সংক্রমণে চিনে মারা গিয়েছেন বহু মানুষ। প্রতিদিনই নতুন নতুন এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Air India, Coronavirus