হোম /খবর /দেশ /
#Coronavirus: ভারতে আরও বাড়ল করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা, জানুন আপডেট

#Coronavirus: ভারতে আরও বাড়ল করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা, জানুন সর্বশেষ পরিস্থিতি

সারা বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা এক লক্ষেরও বেশি

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দিল্লির পর এবার পঞ্জাবের অমৃতসরেও ৷ সেখানে ২জন ব্যক্তি এই মুহূর্তে করোনা আক্রান্ত ৷ যার ফলে সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা সরকারিভাবে বেড়ে হল ৩৩ ৷ এই দুই ব্যক্তি ইতালি থেকে ফিরছিলেন ৷ সেখানেই অমৃতসর বিমানবন্দরে  COVID-19 পজিটিভ পরীক্ষা করার জন্য তাদের আটকানো হয়েছিল ৷ আর যা সন্দেহ ছিল তাই হল এই দুই ব্যক্তিই পজিটিভ হয়েছেন ৷ হোশিয়ারপুরের বাসিন্দা এই দুই ব্যক্তিকে পরিবারের থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে ৷ এর আগে জম্মু-কাশ্মীরেও সম্ভাব্য করোনা আক্রান্ত হিসেবে আইসোলেশনে রাখা হয়েছ লোককে ৷ জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ম্যাসকট থেকে ফিরেছিলেন ৷

চিনে শনিবার আরও ২৮ জনের মৃত্যু হয়েছে ৷ এর জেরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩.০৭০ পৌঁছে গেল ৷ এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা সারা বিশ্বে এক লক্ষ বলে আশঙ্কা করা হচ্ছে ৷

আরও পড়ুন - বাপরে! নিচে টগবগ ফুটন্ত লাভা, তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ, দেখুন সুপার ভাইরাল ভিডিও

ভাইরাস সংক্রমণের ৯৯ টি ঘটনা সামনে এসেছে৷ ডিসেম্বর থেকে চিনের ইউহান প্রদেশে করোনা সংক্রমণ শুরুর প্রথম ঘটনা পাওয়া যায় ৷ ৯৭ টি দেশে ১০২১৮০ জন আক্রান্ত ৷ যার মধ্যে শুধুমাত্র চিনেই ৮০.৬৫১ জন রয়েছে ৷ শুক্রবার যে নতুন ৯৯ টি মামলা এসেছে তার মধ্যে ২৫ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৷ এই মৃত্যু হয়েছে হুবেই ও ইউহান প্রদেশে ৷

এদিকে সারা পৃথিবী যখন হুড়মুড়িয়ে বাড়তে থাকা করোনা আতহ্কে কাঁপছে ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট আশ্বাসবাণী দিয়েছেন তাংর মতে মতে এই মুহূর্তে মার্কিন নাগরিকদের এই নিয়ে ভয় পাওয়ার অবকাশ খুবই কম ৷

করোনা ভাইরাসের আতঙ্কের জেরে জাপান, সিঙ্গাপুরে মানুষ রাস্তায় বেরোচ্ছেন না ৷ লন্ডন ও ক সিঙ্গাপুরে বন্ধ রাখা হয়েছে Facebook -র অফিস৷

এদিকে হু হু করে বাড়ছে করোনা ভাইরাস ৷ কীভাবে প্রশাসন কাজ করতেব তা নিয়ে শনিবারই জরুবি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রীর মন্ত্রক ৷ ইনফরমেশন ও ব্রডকাস্ট মিনিস্ট্রি সব আধিকারিকদের নিয়ে বৈঠক হবে ৷ এখনও অবধি ভারতে COVID-19 পজিটিভ রিপোর্ট এসেছে ৩১ জনের ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus