#আলিপুরদুয়ার: এবার রাজ্যেও কি করোনা ছড়াচ্ছে? জ্বর নিয়ে আলিপুরদুয়ারে এক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় নতুন করে সন্দেহ দানা বাঁধছে৷ সূত্রের খবর, ওই রোগী সম্প্রতি বিমানযাত্রা করেছিলেন৷ সেখানেই তাঁর সফরসঙ্গী ছিলেন এক করোনা আক্রান্ত মার্কিন নাগরিক৷ ফেরার পরে তিনি জ্বরে আক্রান্ত হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
উত্তরবঙ্গে করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছ পশ্চিমবঙ্গদ সরকার৷ প্রতিটি জেলাতে সতর্কতা জারি করা হয়েছে৷ আন্তঃরাজ্য সীমান্তগুলিতে নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে৷ নজরদারি চলছে আন্তর্জাতিক সীমান্তেও৷
করোনা আতঙ্ক রয়েছে দক্ষিণবঙ্গেও৷ বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা সন্দেহে পাঁচজনকে ভর্তি করা হয়৷ ৫ জনের কেউই করোনা আক্রান্ত নন, জানিয়েছে হাসপতাল কর্তৃপক্ষ৷ মোট ৯ জনের লালার নমুণা পরীক্ষার পর দেখা গিয়েছে করোনা আক্রান্ত নন কেউই৷
তবে বিশ্ব পরিস্থিতি খুবই উদ্বেগজনক৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৮০৷ মৃত্যু হয়েছে ৩৪৫৬ জনের৷ চিনে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও, ভাইরাস ছড়িয়ে পড়েছে ৯০টি দেশে৷ এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা ইরানের৷ সেখানে মৃত্যু হয়েছে ১২৪ জনের৷ ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়াতেও করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ সংক্রমণ ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকাতেও৷ ভারতের অবস্থাও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে৷ শুক্রবারই দিল্লিতে আরও এক আক্রান্তের খোঁজ মিলেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona in india, Coronavirus