হোম /খবর /দেশ /
করোনা জেরে কি বিশ্বে ওষুধের আকাল? নয়া নির্দেশিকায় শুরু জল্পনা

করোনা জেরে কি বিশ্বে ওষুধের আকাল? নয়া নির্দেশিকায় শুরু জল্পনা

করোনা আতঙ্ক বিশ্বজুড়ে৷ Reuters

করোনা আতঙ্ক বিশ্বজুড়ে৷ Reuters

করোনা সংক্রমণে সারা বিশ্বে মৃত্যু ৩০০০ ছাড়িয়েছে৷ ভারতে করোনা আক্রান্ত ৫ জন৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লিঃ বিশ্বজুড়ে করোনা ত্রাস চলছে৷ এর মধ্যেই বহু জরুরি ওষুধ তৈরির উপাদান বিদেশে রপ্তানি না করার সিদ্ধান্ত নিল৷ কেন আন্তর্জাতিক সরবরাহে এই নিষেধ?

ডিরেক্টোরেট অফ জেনারেল ফরেন ট্রেডের বিবৃতি অনুযায়ী, ওষুধ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এপিআই চিন থেকেই আসে৷ সংক্রমণ রুখতে করোনার আঁতুড়ঘর চিন থেকে এই উপাদান আমদানি বন্ধ করেছে ভারত৷

এতদিন ৭০ শতাংশ এপিআই আসত চিন থেকেই৷ এই আমদানি বন্ধ হতেই বন্ধ করা হয়েছে রপ্তানি৷ ওষুধগুলি হলঃ

  • প্যারাসিটেমল
  • টিনিডাজোল
  • মেট্রোনিডাজোল
  • নিওমিসিন
  • অরনিডাজল
  • ভিটামিন বি১, বি৬, বি১২
  • এরিথ্রোমাইসিন সল্ট
  • সিলিন্ডামাইসিন সল্ট৷

করোনা সংক্রমণে সারা বিশ্বে মৃত্যু ৩০০০ ছাড়িয়েছে৷ ভারতে করোনা আক্রান্ত ৫ জন৷ এই মধ্যে তিনজন কেরলের৷ গতকাল দু’জন নতুন আক্রান্তের খোঁজ মিলেছে৷

Published by:Arka Deb
First published:

Tags: Coronavirus