Home /News /coronavirus-latest-news /
আক্রান্ত ৩ বছরের শিশু থেকে ৬৩ বছরের বৃদ্ধা, করোনা দ্রুত গতিতে বাড়ছে ভারতে

আক্রান্ত ৩ বছরের শিশু থেকে ৬৩ বছরের বৃদ্ধা, করোনা দ্রুত গতিতে বাড়ছে ভারতে

করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ প্রতীকী চিত্র/PTI

করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ প্রতীকী চিত্র/PTI

নতুন করে আক্রান্তের খোঁজ মেলায়, এই মুহূর্তে গোটা দেশে করোনায় সংক্রমিত সংখ্যা ৪৩৷

 • Share this:

  এবার তিন বছরের শিশুর দেহেও মিলল করোনা ভাইরাস৷ কেরলের এর্নাকুলামে ওই শিশুটিকে বাবা-মা সহ আইসোলেশানে নেওয়া হয়েছে৷ শিশুটি গত ৭ মার্চ বাবা মায়ের সঙ্গে ইতালি থেকে ফিরেছে৷

  গত রবিবারই কেরলে এক পরিবারের পাঁচজনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ে৷ তাঁরাও ইতালি থেকে ফিরছিলেন৷ এ দিন তার পরেও নতুন করে আক্রান্তের খোঁজ মেলায়, এই মুহূর্তে গোটা দেশে করোনায় সংক্রমিত সংখ্যা ৪৩৷ এর মধ্যে ১৬ জন ইতালীয় রয়েছেন৷

  এই শিশুটির পাশাপাশি এদিন জম্মু কাশ্মীরেও এক বৃদ্ধা এক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তাঁর বয়েস ৬৩ ৷

  এই করোনা প্রকোপের মধ্যেই এ দিন কেরলের মহিলাদের নিজস্ব ধর্মীয় উৎসব আট্টুকাল পোঙ্গালা শুরু হয়েছে৷ সেই উৎসবই আপাতত প্রশাসনের মাথাব্যথা৷ উৎসবে নিষেধাজ্ঞা জারি না করলেও , যারা সাম্প্রতিক অতীতে করোনা আক্রান্ত দেশগুলি থেকে এসেছেন, তাঁদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আট্টুকাল মন্দিরে করোনা উপসর্গ নিয়ে কোনও ব্যক্তি যেন না প্রবেশ করেন, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হবে৷

  Published by:Arka Deb
  First published:

  Tags: Corona in india, Coronavirus, করোনা ভাইরাস

  পরবর্তী খবর