হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
টাকা থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস, ডিজিটাল লেনদেন করার পরামর্শ RBI-র....

টাকা থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস, ডিজিটাল লেনদেন করার পরামর্শ RBI-র....

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয় যে টাকা ব্যাক্টেরিয়া বা ভাইরাস ছড়াতে পারে, যার মধ্যে করোনা ভাইরাসও সামিল রয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: জানেন কী টাকা থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নোটের মাধ্যমে যে কোনও ধরনের ব্যাক্টেরিয়া বা ভাইরাস ছড়াতে পারে ৷ ফলে সাধারণ মানুষকে নগদের বদলে ডিজিটাল লেনদেন করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ CAIT (Confederation of All India Traders) তরফে করা একটি প্রশ্নের উত্তরে রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ পাশাপাশি ডিজিটাল লেনদেন করারও পরামর্শ দেওয়া হয়েছে ৷

সূত্রের খবর অনুযায়ী, এর আগে ৯ মার্চ CAIT এর তরফে একটি চিঠিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে টাকা ব্যাক্টেরিয়া বা ভাইরাসের বাহক কিনা ? মন্ত্রকের তরফে এই চিঠি রিজার্ভ ব্যাঙ্কের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয় যে টাকা ব্যাক্টেরিয়া বা ভাইরাস ছড়াতে পারে, যার মধ্যে করোনা ভাইরাসও সামিল রয়েছে ৷ এর থেকে বাঁচার এক মাত্র উপায় হচ্ছে ডিজিটাল লেনদেন ৷

৩ অক্টোবর CAIT কে পাঠানো উত্তরে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য গ্রাহকরা বাড়িতে বসেই মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, কার্ডের মতো অনলাইন চ্যানেল ব্যবহার করে ডিজিটাল লেনদেন করতে পারবেন ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Corona Virus, Covid ১৯