#নয়াদিল্লি: দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে তীব্র ভ্যাকসিন সংকট। পরিস্থিতি সামাল দিতে মরিয়া দিল্লি সরকার। এবার বাধ্য হয়ে কেন্দ্রকে কোভিড টিকার ফর্মুলা জানানোর কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি মঙ্গলবার কেন্দ্রকে পরামর্শ দিয়ে বলেন, "কোভিড টিকার ফর্মুলা জানান আর অন্যান্য কোম্পানিকেও টিকা তৈরির অনুমতি দিন৷ "দেশজুড়ে কোভিড টিকার অভাব মেটাতে কেন্দ্রকে এই পরামর্শ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ লকডাউন করে দিল্লিতে সাফল্য এসেছে বলেও দাবি করেন তিনি।
এ দিন সাংবাদিকদের অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "মাত্র দুটো কোম্পানি টিকা তৈরি করছে ৷ তারা মাসে ৬ থেকে ৭ কোটি টিকা তৈরি করছে৷ এ ভাবে চললে সবাইকে টিকা দিতে দু বছর সময় লেগে যাবে ৷ ততদিনে আরও অনেক ঢেউ চলে আসবে ৷ টিকার উৎপাদন বাড়ানো ও এ নিয়ে জাতীয় পরিকল্পনা তৈরি করা খুবই জরুরি এই মুহূর্তে৷"
কেজরির মতে, "বিভিন্ন কোম্পানিকে টিকা তৈরির দায়িত্ব দেওয়া উচিত ৷ এই দুই কোম্পানির থেকে ফর্মুলা সংগ্রহ করে তা অন্যান্যদের দেওয়া উচিত কেন্দ্রের ৷ যাতে তারাও সুরক্ষিতভাবে টিকা তৈরি করতে পারে ৷" এই কঠিন সময়ে কেন্দ্রীয় সরকারের এটা করার ক্ষমতা রয়েছে বলেও জানান দিল্লির মুখ্যমন্ত্রী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Vaccine