#কলকাতা: রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৩৭২ জন। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৯৮৫ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের। তবে আশার কথা, করোনা আক্রান্ত হওয়ার পরেও সুস্থ হয়ে গিয়েছেন ৩৬২০ জন মানুষ। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে রাজ্যে এখনও করোনা আক্রান্তের অ্যাক্টিভ কেস রয়েছে ৪৯৫০টি। তবে শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। হাওড়ায় প্রাণ হারিয়েছে ৩ জন। উত্তর ২৪ পরগণায় ও দক্ষিণ ২৪ পরগণায় শেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।
এখনও পর্যন্ত রাজ্যে ২ লক্ষ ৮৭ হাজার ৯০০ জনের স্যাম্পেল টেস্টিং করা হয়েছে। ৯ জুন মোট ৭৮০২ জনের স্যাম্পেল টেস্টিং হয়েছে। আপাতত রাজ্যে কাজ করছে ৪৩টি টেস্টিং ল্যাব। রাজ্যে রয়েছে ৬৯টি কোভিড হাসপাতালও।
এদিকে এখনও পর্যন্ত রাজ্যে হোম কোয়ারেন্টাইনে থেকেছেন ২ লক্ষ ৬৭ হাজার ৮০ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১ লক্ষ ১০ হাজার ১৩৭ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ৯৪৩ জন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Coronavirus, Covid ১৯