#যমুনানগর: করোনা পর্বে যমুনানগরের কোভিড হাসপাতালের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় এসেছে ৷ যেখানে রোগীরা খারাপ পরিষেবা পাচ্ছেন ৷ তারা সেই খারাপ খাবারের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়ার পর তা ভাইরাল হয়ে গেছে ৷
হাসপাতালের খাওয়াদাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তারা ৷ যমুনানগর হাসাপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডক্টর বিজয় দাহিয়া জানিয়েছেন এই সমস্যা বুধবার থেকে শুরু হয়েছে ৷ কারণ পুরনো জায়গা থেকে খাবার আসা বন্ধ করে হরিয়ানা ট্যুরিজিমের থেকে খাবার আনা হচ্ছিল ৷ এই গণ্ডগোল সামনে আসার পর ফের পুরনো জায়গা থেকেই খাবার আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাঁর দাবি এরফলে রোগীরা ফের খুশি হয়েছেন নিজেদের খাবারের মান নিয়ে ৷
যমুনানগর কোভিড হাসপাতালের রোগীরা নিজেরাই খাবারের মান নিয়ে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন ৷ এই ভিডিওতে হাসপাতালের পরিস্থিতি নিয়ে তারা বিশেষ অসন্তোষ প্রকাশ করেছেন ৷ তাদের অনেকেই বলেছেন একে করোনার বিষয়ে তাঁরা বিমর্ষ রয়েছেন তার ওপর খাবার নিয়েও অসন্তোষ পোষণ করতে হচ্ছে ৷ রোগীরা জানিয়েছে আগে যেখান থেকে খাবার আসছিল সেটা ঠিকঠাক ছিল, কিন্তু সেখানে হঠাৎই খাবারের মান একেবারে নেমে যায় ৷ যা খাওয়া কোনওভাবেই সম্ভব হচ্ছিল না ৷
রোগীরা খাবার নিয়ে অসন্তোষের জেরে এমনও বলে যে তাঁদের কোভিড হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হোক এবং তাঁরা বাড়ি চলে যাবেন ৷ ভিডিওতে চিকিৎসকদের ওপর রোগীরা চিৎকার করছেনও দেখা গেছে ৷ হরিয়ানার এই ঘটনা মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে ৷ যমুনানগর হাসাপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডক্টর বিজয় দাহিয়া জানিয়েছেন এই সমস্যা বুধবার থেকে শুরু হয়েছে ৷ কারণ পুরনো জায়গা থেকে খাবার আসা বন্ধ করে হরিয়ানা ট্যুরিজিমের থেকে খাবার আনা হচ্ছিল ৷ এই গণ্ডগোল সামনে আসার পর ফের পুরনো জায়গা থেকেই খাবার আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার থেকে ফের পুরনো জায়গা থেকে খাবার আনা শুরু হয়েছে ৷
দেখে নিন ঠিক কী খাবার দেওয়া হয়েছিল রোগীদের৷ দেখে নিন সেই করুণ হাসপাতালের পরিস্থিতি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Viral Video