#রানিগঞ্জ: দুর্গাপুর রানিগঞ্জে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এই দুই শহরে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় উদ্বিগ্ন বাসিন্দারা। গত ২৪ ঘণ্টায় দুই বর্ধমানে নতুন করে ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে পাঁচজন পূর্ব বর্ধমানের বাসিন্দা। বাকি ২২ জন পশ্চিম বর্ধমান জেলার।
পশ্চিম বর্ধমানের ২২ জনের প্রত্যেকেই রানিগঞ্জ দুর্গাপুরের বাসিন্দা। নতুন করে আক্রান্তদের মধ্যে রানিগঞ্জের ১৪জন রয়েছেন। বাকি আটজন দুর্গাপুরের বাসিন্দা। রানিগঞ্জ দুর্গাপুরে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। এই দুই শহরে করোনার সংক্রমণ ঠেকাতে কী কী বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন তার ঠিক করতে ইতিমধ্যেই জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বৈঠক করেছেন।
রানিগঞ্জে আক্রান্ত ১৪ জনের মধ্যে তিনটি পরিবারের ছ'জন রয়েছেন। তাদের মধ্যে একজন দুর্গাপুরের সনকা করোনা হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ফিরে আসার পর ফের করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর লালারসের নমুনা রিপোর্ট আবারও করোনা পজিটিভ। করোনার সংক্রমণ বাড়তে থাকায় রানিগঞ্জের কুমারবাজার এলাকাকে পুরোপুরি কন্টেইনমেন্ট হিসেবে ঘোষণা করে সেখানে লকডাউন কড়াকড়ি করার কথা ভাবা হচ্ছে। রানিগঞ্জের মারোয়ারি পট্টি, স্কুল পাড়া, লায়েক বাঁধ, আলু গড়িয়া বস্তা পট্টি, মহাবীর কলোনিতে আক্রান্তের হদিশ মিলেছে। এছাড়াও রানিগঞ্জের বল্লভপুর, নেপালি পাড়া এলাকাতেও করোনার সংক্রমণের হদিস মিলেছে। ওইসব এলাকাগুলি জীবানুমুক্ত করার কাজ শুরু হয়েছে।
ধীরে ধীরে করোনার সংক্রমণ বাড়ছে দুর্গাপুর শহরেও। নতুন করে আক্রান্তদের মধ্যে বি জোনের বঙ্কিম চন্দ্র এভিনিউ, জে বি এল টাউনশিপ সংলগ্ন এলাকা, অমরাবতী, ধান্দাবাদ এলাকার বাসিন্দা রয়েছেন। শহর সংলগ্ন জেমুয়া এলাকাতেও করোনার সংক্রমণ ধরা পড়েছে। একের পর এলাকায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন বাসিন্দারা।
Saradindu Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus