#আগরতলা: বাবার শ্রাদ্ধানুষ্ঠান করেছিলেন করোনা আক্রান্ত ছেলে৷ করোনার নিয়মনীতিকে অবজ্ঞা করেই চলেছিল এই শ্রাদ্ধের কর্মসূচী৷ সেই কর্মকাণ্ড শেষ হতেই পুলিশ প্রশাসনের তরফে তাকে তুলে নিয়ে যাওয়া হল কেয়ার সেন্টারে৷ অন্যদিকে তাঁর সংস্পর্শে এসে আরও ৪০জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এদের মধ্যে রয়েছেন শ্রাদ্ধানুষ্ঠানের পুরোহিত সহ বেশ কিছু অভ্যাগতরা৷
ঘটনা ত্রিপুরার রাজধানী আগরতলার সেপাহিজলার৷ সোমবারই এই ঘটনা জানাজানি হতে, যিনি মূল করোনা আক্রান্ত, তাকে বাড়ি থেকে নিয়ে চলে যায় প্রশাসন৷ অসম রাইফেলসে কর্মরত ব্যক্তি বাবার মৃ্ত্যুর খবর শুনে গত সপ্তাহে বাড়িতে আসেন৷ তিনি করোনা পজিটিভ হওয়ার ফলে তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুমতি দেয় প্রশাসন৷
কিন্তু সেই সময় কোনও নিয়মই পালন করেননি তিনি৷ হোম আইসোলেশনের সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অন্যান্য কাজ করতে থাকেন৷ এমনকি বাবার মৃত্যুতে শ্রাদ্ধানুষ্ঠানেরও যোগড় করতে শুরু করেন৷ পুরোহিত ডেকে, অন্যদের আমন্ত্রণ জানিয়ে পালন হয় শ্রাদ্ধের নিয়ম৷
যাদের এই অনুষ্ঠানে আসতে বলেন তিনি, তাদের তিনি করোনা সংক্রমণের কথা জানননি৷ প্রায় ৪০জন এই শ্রাদ্ধানুষ্ঠানে আসেন৷ এরপরই সোমবার পুলিশ প্রসাশন করোনা আক্রন্ত ব্যক্তির বাড়ি উপস্থিত হন৷ এবং তাকে কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হয়৷ অন্যান্যদের পাঠানো হয় কোয়ারেন্টাইনে৷
ত্রিপুরায় মৃত্যু হয়েছে ৯ জনের৷ ৭৬বছরের এক বৃদ্ধার করোনা সংক্রমিত হয়ে মারা যান৷ এবং নতুন করে ১২৬জন আক্রান্ত হয়েছেন৷ বৃহস্পতিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৪৬৯জন৷ ত্রিপুরায় সক্রিয় করোনায় আক্রান্তের সংখ্যা ১৪০৯৷ ৯জনের মৃত্যু হয়েছে এবং ১৮জন অন্য রাজ্যে চলে গিয়েছেন৷