#হুগলি: করোনা সংক্রমণ রুখতে রাজ্য-সহ গোটা দেশজুড়ে লকডাউন চললেও, গ্রিন জোন ও অরেঞ্জ জোনে কিছু কিছু ছাড় দিয়েছে রাজ্য সরকার৷ তবে রেড জোন ও কন্টেইনমেন্ট জোনগুলিতে ওই সব ছাড় নেই৷ হুগলিতেও অনেকগুলি করোনা আক্রান্তের খোঁজ মেলায় কলকাতা লাগোয়া এই জেলাটিরও বড় অংশ কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে৷
হুগলি জেলায় কন্টেইমেন্ট জোনগুলি হল, পাণ্ডুয়ার সরাইটিনা গ্রাম পঞ্চায়েত, চাঁপদানির ১২ নম্বর ওয়ার্ড, কোন্নগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড, শ্রীরামপুর পুরসভার ১৯ নম্বর, ১৭, ১৮ ও ২৯ নম্বর ওয়ার্ড৷
ডানকুনি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডটি কন্টেইনমেন্ট জোন৷ রিষড়ার মল্লিকপাড়া কন্টেইমেন্ট জোন৷ এছা়ড়া রিষড়ার ১ ও ২ নম্বর ওয়ার্ড কন্টেইনমেন্ট জোন৷ চন্দননগর পুরসভার ৮, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডটি কন্টেইনমেন্ট জোন৷
এছাড়া কানাইপুর গ্রাম পঞ্চায়েত, চণ্ডীতলার বরঝাঁটি, আরামবাগের তিরোল , দাদপুর, পোলবা ও সুগন্ধা এলাকা কন্টেইনমেন্ট জোন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।