#কলকাতা: কলকাতায় বাড়ল কন্টেইনমেন্ট জোন৷ কলকাতায় কন্টেইনমেন্ট ২৪ থেকে বেড়ে হল ৩২টি৷ এক্ষেত্রে বস্তি এলাকা থেকে বেশি সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে বহুতলে৷ সবথেকে বেশি সংক্রমণ ৩ নম্বর বরোয়৷ ৩ নম্বর বরোয় ৯টি কন্টেইনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে৷ ৮ নম্বর বরোয় ৭টি কন্টেইনমেন্ট জোন রয়েছে৷
যে সব এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে সিআইটি রোডের আবাসন৷ চাউলপট্টির বস্তি, মতিলাল বসাক লেনের কিছু বাড়ি ও আবাসন৷ এছাড়াও কন্টেইনমেন্ট জোনের মধ্যে পড়ছে রাজা গোপীমোহন স্ট্রিট৷ কন্টেইনমেন্ট জোন হয়েছে কৈলাস বসু রোডের কিছু বাড়ি এবং আবাসন৷ রামমোহন মল্লিক গার্ডেন লেনের আবাসনকেও কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ জাজেস কোর্ট রোডের একটি আবাসন কন্টেইনমেন্ট জোন৷ চেতলা রোডের একটি আবাসনও কন্টেইনমেন্ট জোন৷ কন্টেইনমেন্ট জোন রাজপুর D ব্লকের একটি বস্তি ও পল্লিশ্রী মোড়-খেজুরবাগান কন্টেইনমেন্ট জোন৷
তবে এক্ষেত্রেও স্পষ্ট যে কলকাতায় বস্তি নয়, চিন্তা বাড়াচ্ছে বহুতলগুলি৷ মহানগরীর মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ বসবাস করে বস্তিতে। কোভিড আবহে সেই বস্তিই স্বস্তি যোগাচ্ছে কলকাতাকে। শহরের দায়িত্বপ্রাপ্ত কোভিড নোডাল আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় শনিবার কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকের পর গত সাত দিনের একটি পরিসংখ্যান তুলে ধরে জানান, "তুলনায় কম করোনা সংক্রমণ হচ্ছে শহর ও শহরতলীর বস্তিগুলোতে। গত এক সপ্তাহে এই শহরের বস্তিতে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ১৭৪ টি। সেখানে বহুতল ও এলাকাভিত্তিক আবাসনের ক্ষেত্রে কলকাতায় করোনা সংক্রমণের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ১৪০০ ও ১২০০। কলকাতার দায়িত্বপ্রাপ্ত কোভিড নোডাল আধিকারিকের দেওয়া তথ্য অনুসারে যা যথেষ্ট উদ্বেগজনক।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Containment Zone, Coronavirus, COVID19