#হাওড়া: করোনা মোকাবিলায় চিহ্নিত করা হচ্ছে কনটেইনমেন্ট জোন৷ বিভিন্ন জেলার মধ্যে এই বিশেষ জোনগুলিকে তুলে ধরে সচেতনতার বার্তা দিচ্ছে সরকার৷ পাশাপাশি এই জায়গাগুলিতে যে স্পর্শকাতর, তা বুঝিয়ে দেওয়া হচ্ছে৷
জেনে নিন হাওড়ার কনটেইনমেন্ট জোন কী কী? কলু পাড়া লেন, মাত্রুমল লোহিয়া লেন, শম্ভু হালদার লেন, নন্দীবাগান লেন, অতুল ঘোষ লেন, আলম মিস্ত্রি লেন, সালকিয়ার উড়িয়া পাড়া, কাপুর গলি, পিলখানা সেকেন্ড বাই লেন, বেলিলিয়াস রোড, লক্ষ্মণ দাস লেন, সাতকড়ি চ্যাটার্জি লেন, হাওড়া জেলা হাসপাতাল আবাসন, গঙ্গারাম বৈরঙ্গী লেন, দক্ষিণ সানপুর, জয়নারায়ন বাবু আনন্দ দত্ত লেন, এন ডি রোড, অপ্র মুখার্জি লেন, বৈষ্ণব পাড়া লেন, মহেন্দ্র নাথ রায় লেন, কালী বাবুবাজার, রাধা মাতা ঘোষ লেন, মহেন্দ্রনাথ রায় লেন, রাজবল্লভ সাহা লেন গোপাল ব্যানার্জি লেন, হাট লেন, নিত্যধন মুখার্জী রোড, ডাক্তার PK ব্যানার্জি রোড, মল্লিক ফটক, লিচুবাগান পুলিশ কোয়ার্টার রামেশ্বর মালিয়া লেন, পীরতলা লেন জেলে পাড়া লেন, পিএম বস্তি, ১৪৯ GT রোড দক্ষিণ শিবপুর, বিপ্রদাস চ্যাটার্জী লেন, ফোরশোর রোড, কালীকুমার মুখার্জী লেন, বাগরিপাড়া লেন, শীল বস্তি সেকেন্ড বাই লেন, শরৎ চ্যাটার্জি রোড, কাউ ঘাট রোড, কিরণচন্দ্র সিং রোড, থিম রেসিডেন্সি, গোলাম হোসেন সরদার লেন, কাজীপাড়া লেন, শালিমার আরপিএফ ব্যারাক, বেলিয়াটোলা বাজার দানেশ শেখ লেন, ফকিরচাঁদ ঘোষ লেন, নতুন বস্তি লিচুবাগান, হাজরা পাড়া লেন, পদ্মা ঘোষ বাগান লেন, শ্রী অরবিন্দ রোড, গোলাবাড়ি জি টি রোড, সনাতন মিস্ত্রি লেন, বশিরউদ্দিন মুন্সি লেন জোলাপাড়া মসজিদ লেন, যোগমায়া দেবী লেন, বনবিহারী বোস রোড, শিবপুর পুলিশ ব্যারাক, আন্দুল রোড, আরপিএফ ব্যারাক, দক্ষিণ চকপাড়া, বালি-জগাছার ঝাউতলা, জয়নগর গ্রাম শ্যামপুর, সারেঙ্গা রিলায়েন্স টাওয়ার, গোদাইয়া জগৎবল্লভপুর, আনন্দ রাজনগর জগাছা, চুনাভাটি সাঁকরাইল ঘুসুড়ির গিরিশ ঘোষ লেন, ভৈরব দত্ত লেন, নয়াবাজার বাঁকড়ারাজ্যে বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা। কলকাতা-সহ গোটা রাজ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৬। তার মধ্যে শুধুমাত্র কলকাতাতেই সংখ্যাটা ৩১৮। কলকাতায় হটস্পটের সংখ্যা সর্বাধিক। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে ৮১ হটস্পট এখনও পর্যন্ত চিহ্নিত। ৭৪ হটস্পট হাওড়ায়। এছাড়াও হুগলিতে ১৮, দক্ষিণ ২৪ পরগণায় একটি, নদিয়ায় দু'টি, পূর্ব মেদিনীপুরে ন'টি, পশ্চিম মেদিনীপুরে পাঁচটি, পূর্ব বর্ধমানে একটি, মালদহে তিনটি, জলপাইগুড়িতে একটি, দার্জিলিংয়ে দু'টি এবং কালিম্পংয়ে একটি হটস্পট চিহ্নিত। এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে সোমবার পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ জনের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Containment Zone