হোম /খবর /দেশ /
দৈনিক ক্ষতি ৩০ হাজার কোটি, 'পরামর্শ এড়ালে মাশুল দিতে হবে',মোদিকে চিঠিতে সনিয়া

দৈনিক ক্ষতি ৩০ হাজার কোটি, 'পরামর্শ এড়ালে মাশুল দিতে হবে',মোদিকে চিঠিতে সনিয়া

প্রধানমন্ত্রীকে আরও একগুচ্ছ পরামর্শ সনিয়া গান্ধির।

প্রধানমন্ত্রীকে আরও একগুচ্ছ পরামর্শ সনিয়া গান্ধির।

এর আগেও সনিয়া একাধিক প্রস্তাব দিয়েছেন সরকারকে। তাঁর অভিযোগ, সেই প্রস্তাবের খুব অল্পই বাস্তবায়িত হয়েছে দায়সারা ভাবে।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: আরও একবার প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন সনিয়া গান্ধি। চিঠির শুরুতেই লিখলেন, তাঁর পরামর্শ অগ্রাহ্য করলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এবার সনিয়ার সওয়াল মাঝারি ও ক্ষুদ্র শিল্পদ্যোগের সঙ্গে জড়িতদের নিয়ে।

এদিন সনিয়া চিঠিতে একটি পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন, দেশের এক তৃতীয়াশ জিডিপি আসে এই মাঝারি ও ক্ষুদ্র উদ্যোগ থেকেই। রফতানি বাবদ আয়ের ৫০ শতাংশও আসে এই ক্ষেত্র থেকেই। মোট ৬.৩ কোটি এই ধরনের সংস্থায় এই মুহূর্তে কাজ করেন অন্তত ১১ কোটি মানুষ। সনিয়ার সওয়াল তাঁদের হয়েই।

তিনি বলছেন, প্রতিটা দিন কাজ হারানোর ভয়ে কাটছে এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিকদের। অন্য দিকে প্রতিদিন ক্ষতিও হচ্ছে ৩০ হাজার কোটি টাকা। এই অবস্থায় সরকার পাশে না দাঁড়ালে মুখ থুবড়ে পড়বে এই ক্ষেত্রটি। এমন হলে আগামী দিনে মেরুদণ্ড ভেঙে যাবে দেশের অর্থনীতির, এমনটাই মনে করেন সনিয়া।

এই পরিস্থিতিতে তিনি পাঁচটি পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রীকে। একবার চোখ বোলানো যাক তাঁর পরামর্শে-

১ সনিয়া চান ক্ষুদ্র ও মাঝারি গোষ্ঠীর জন্যে ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করুক কেন্দ্র।

২ এই ক্ষেত্রে টাকার জোগান বাড়াতে এক লক্ষ কোটি টাকার ঋণ পাওয়া যাবে তা নিশ্চিত করুক কেন্দ্র।

৩ সহজেই যাতেই এই ঋণের যোগান দেয় ব্যাঙ্কগুলি, তা দেখুক আরবিআই। ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু হোক।

৪ এই ক্ষেত্রে করের ছাড়ের কথাও ভাবতে হবে সরকারকে।

৫ ঋণের জন্যে যে পরিমাণ টাকা গ্যারেন্টি বাবদ রাখতে হয়, সেটার কথা ভেবেই অনেকে পিছিয়ে আসেন। এর ফলেও এই ক্ষেত্রে টাকার যোগান কমবে।

এর আগেও সনিয়া একাধিক প্রস্তাব দিয়েছেন সরকারকে। তাঁর অভিযোগ, সেই প্রস্তাবের খুব অল্পই বাস্তবায়িত হয়েছে দায়সারা ভাবে।

Published by:Arka Deb
First published:

Tags: Coronavirus, COVID-19, Narendra Modi