corona virus btn
corona virus btn
Loading

জেনে বুঝে করোনা ছ়ড়িয়েছে চিন, আদালতে চললেন বিহারের আইনজীবী, সাক্ষী মোদি-ট্রাম্প

জেনে বুঝে করোনা ছ়ড়িয়েছে চিন, আদালতে চললেন বিহারের আইনজীবী, সাক্ষী মোদি-ট্রাম্প
চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতে বিহারের আইনজীবী।

আইনজীবী মুরাদ আলির অভিযোগ, সারা বিশ্বে করোনা ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চিন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • Share this:

#পাটনা: চমক বললেও কম বলা হবে। এমন ঘটনাই ঘটিয়েছেন বিহারের এক বাসিন্দা। বিশ্বের করোনা পরিস্থিতিতে চটে লাল মুরাদ আলি সরাসরি আদালতে চলে গিয়েছেন। মামলা দায়ের করেছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গোটা ঘটনরা সাক্ষী হিসেবে তিনি দু'টি নাম নিয়েছেন। সেই সাক্ষীদ্বয় হলেন নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প। আদালত এই মামলা শুনতেও রাজি হয়েছে। শুনানির তারিখ দেওয়া হয়েছে ১৬ জুন।

আইনজীবী মুরাদ আলির অভিযোগ, সারা বিশ্বে করোনা ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চিন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই কারণেই লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৬৯,২৭০,২৭১,৩০২,৩০৭,৫০০,৫০৪ এবং ১২০ (খ ) ধারায় মামলা রুজু হয়েছে। মুরাদ আলির দাবি, সমস্ত গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়া তথ্যই তাঁর অভিযোগের ভিত্তি।

প্রসঙ্গত এটাই প্রথম নয়। এর আগেও বিহারের মুজফফরপুর অঞ্চলে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চিনের ভারতীয় মুখপাত্র সান ওয়েডংয়ের বিরুদ্ধে করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিও হয় ম্যাজিস্ট্রেট আদালতে।

Published by: Arka Deb
First published: June 11, 2020, 8:14 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर