#কলকাতা: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিবার সূত্রের খবর, আজই করোনা নিয়ম-নীতি মেনে নিমতলা শ্মশানে শেষকৃত্য হবে তাঁর।
প্রায় মাসখানেক আগে করোনায় আক্রান্ত হন মুখ্যমন্ত্রীর মেজোভাই। অবস্থার অবনতি হতে থাকে ক্রমেই। শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুসংবাদ দেয়। সংবাদে শোকের ছায়া নেমে আসে মুখ্যমন্ত্রীর পরিবারে।
মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই থাকতেন অসীম বন্দ্যোপাধ্যায়। এলাকায় তিনি পরিচিত ছিলেন কালী বন্দ্যোপাধ্যায় নামে। প্রসঙ্গত দিন কয়েক আগে করোনা প্রাণ নিয়েছিল প্রধানমন্ত্রীর আত্মীয়ও। মারা যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাকিমা নর্মদাবেন মোদি।
উল্লেখ্য এই রাজ্যে পরপর চারদিন করোনা আক্রান্তের সংখ্যা কুড়ি হাজার ছাড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩৬ জনের। মোট সক্রিয় আক্রান্ত অন্তত ১ লক্ষ ৩১ হাজার ৭৯২ জন।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। এই খবরটি সবিস্তারে আসছে কিছুক্ষণেই। খবরটি বিস্তারিত পড়তে অল্প সময় পরে পাতাটি রিফ্রেশ করুন। ভোটের দিন ঘোষণা থেকে ফল-প্রতিদিন প্রতিটি পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। আপনাকে সত্যনিষ্ঠ, নির্ভুল খবর দিতে আমরা বদ্ধপরিকর।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19