#কলকাতা: সামাজিক দূরত্ব মেনে মেট্রো চললে আপত্তি নেই ৷ মেট্রো কর্তৃপক্ষ চাইলে বিধি মেনে মেট্রো চালানো শুরু করতে রাজ্যের সঙ্গে কথা বলতে পারে ৷ বুধবার নবান্ন থেকে এই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ঘোষণা স্বাগত জানিয়ে এবিষয়ে কলকাতা মেট্রো রেলের সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মেট্রো চালাতে তারা প্রস্তুত ৷ তবে স্বাস্থ্য মন্ত্রক ও রেল মন্ত্রক থেকে নির্দেশ পাওয়ার পরই মেট্রো চলাচল শুরু করা যাবে ৷ সেই নির্দেশের পরই রাজ্য সরকারের সঙ্গে বিস্তারিত কথা বলে মেট্রো পরিষেবা ফের শুরু করা সম্ভব ৷
অন্যদিকে, লোকাল ট্রেন পরিষেবা শুরু নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যদি সামাজিক দূরত্ববিধি মেনে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় শহরতলির ট্রেন চালানো সম্ভব হয় তবে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই বলেও। তবে এক সঙ্গে সব নয়, এক-চতুর্থাংশ থেকে ধাপে ধাপে ট্রেন চালাতে যেতে পারে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে রাজ্যের সঙ্গে রেল মন্ত্রক কথা বলুক, তারপরই সিদ্ধান্ত, বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
অগাস্ট মাসের মতো সেপ্টেম্বরেও সাপ্তাহিক লকডাউনের কয়েকটি দিনের কথা এদিনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সেপ্টেম্বরের ৭,১১,১২ তারিখ নতুন করে সম্পূর্ণ লকডাউনের দিন হিসেবে ঘোষণা করা হয় ৷ অগাস্ট মাসের লকডাউনের তারিখ বরাবর বদল হলেও লকডাউন বেশ কয়েকদিন পালিত হয়েছে ৷ আগে তালিকায় ৩ ও ৪ সেপ্টেম্বর-সহ বেশ কয়েকদিন লকডাউনের কথা ছিল। কিন্তু পরে তালিকা থেকে ৩,৪ সেপ্টেম্বর বাদ রাখা হয়, কারণ, সেইদিন কেন্দ্রীয় সরকার জয়েন্ট পরীক্ষা রেখেছে।
এছাড়া এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে আপাতত খুলছে না স্কুল-কলেজ ৷ ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
করোনার পরিস্থিতিতে NEET, JEE MAIN, পরীক্ষা স্থগিতের জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এদিন আহ্বান জানিয়েছেন ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা বলেন, 'চলুন সবাই মিলে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করি, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে পরীক্ষা স্থগিত রাখা হোক৷ সুপ্রিম কোর্টের নির্দেশেই কাজ করছে কেন্দ্র৷ কিন্তু আদালতের কাছে ফের আবেদন করতে পারে কেন্দ্র৷ পরীক্ষার্থীদের শারীরিক অবস্থার কথা ভাবা হোক৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Kolkata metro, Lockdown