#কলকাতা: সব হাসপাতালকে একত্র হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির পাশাপাশি করোনা নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, জিনিসপত্র কিছু মিলবে না বলে গুজব ছড়ানো হচ্ছে৷ এটা ঠিক নয়৷ দোকানবাজার সব খোলা থাকবে৷ গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷
বৃহস্পতিবার নবান্নে বৈঠকের পরে মমতা জানান, সীমান্তে আটকে থাকা লরি ফেরত যাবে৷ আইডি-তে বিশেষ এমার্জেন্সি ক্যাম্প থাকবে৷ সব অ্যাম্বুলেন্স জীবাণু মক্ত করতে হবে৷
মমতা বলেন, 'করোনা মোকাবিলায় সবাই একজোট থাকুন৷ লড়াই করলে জিতবই৷ বেলেঘাটা আইডির ধাঁচে অন্যত্র চিকিত্সার ভাবনা৷ হাসপাতালে অন্তত ৫টি স্যানিটাইজড অ্যাম্বুলেন্স থাকবে৷ আইডি-র আইসোলেশন বেড বাড়ছে৷ আরও ১০০টি বেড৷ আরজি করে আরও ৫০টি৷ বাঙুর হাসপাতালে ১৫০টি বেডের ব্যবস্থা৷ রাজারহাট ক্যান্সার সেন্টারে ৫০০ বেড৷ ৩০০ ভেন্টিলেশন মেশিন অর্ডার দেওয়া হয়েছে৷ ৭০টি আইসোলেশন মেশিন এসেছে৷'
তিনি জানান, ২ লক্ষ মাস্ক ও গ্লভসের ব্যবস্থা করা হচ্ছে৷ ১০ হাজার থার্মাল গান আনা হচ্ছে৷ আগামী দু সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ৷ চিকিত্সকরা, নার্সরাও সতর্ক থাকুন৷