Pranab Kumar Banerjee
#কলকতা: লকডাউন-এর আওতা থেকে বিড়ি শিল্পকে ছাড় দেওয়ায় খুশি বিড়ি শিল্পীরা। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বিড়ি শিল্পকে লকডাউন-এর আওতা থেকে ছাড় দেওয়ার কথা। এর ফলে জঙ্গিপুর মহকুমাতে খুশির হাওয়া বিড়ি শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক থেকে মুন্সিরা। লকডাউন-এর জেরে বিড়ি শিল্প বন্ধ হয়ে যায় । মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রায় ছয় লক্ষ মানুষ বিড়ি শিল্পের উপর নির্ভরশীল। বিড়ি কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়াই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন বিড়ি কর্মীরা। নোটবন্দির জেরে এমনিতেই বিড়ি শিল্পে বড় ধ্বস নেমেছিল। সেই ধাক্কা সামলাতে সামলাতে করোনার জেরে আবার লক ডাউন হয়ে যাওয়ায় জন্য বিড়ি শিল্পের উপর নির্ভরশীল কর্মীরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।
রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিড়ি শিল্পকে লকডাউন-এর আওতার বাইরে ছাড়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তারপরেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি মন্ত্রীও। মন্ত্রী জাকির হোসেন বলেন, অনেক মানুষকে বাঁচালেন মুখ্যমন্ত্রী। খুব কষ্টের মধ্যে ছিলেন এই এলাকার মানুষজন। বিড়ির কাজ শুরু হলে মানুষের হাতে কাজ আসবে। তাহলে দু’টো টাকা রোজগার করতে পারবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bidi Industry, Lockdown