#নয়াদিল্লি: ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণের আকার নেয়নি করোনা। নিজেদের ভুল স্বীকার করে জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
সম্প্রতি করোনার প্রকোপে বিশ্বের কোথায় কী পরিস্থিতি, তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে WHO। সেই রিপোর্টে বলা হয়, ভারতে তৃতীয় পর্যায় অর্থাৎ গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছে গিয়েছে করোনা সংক্রমণ। সেই রিপোর্টের বিরোধীতা করে Indian Council of Medical Research (ICMR) ও স্বাস্থ্য মন্ত্রক। তারা মিডিয়াকেও অনুরোধ করে, বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে, কারণ সংক্রমণ তৃতীয় পর্যায় পৌঁছলে মানুষ এমনিই বুঝতে পারবেন।
এরপরই, শুক্রবার নিজেদের ভুল স্বীকার করে নেন WHO-এর এক আধিকারিক। তিনি একটি সাক্ষাৎকারে জানান, ভারতে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে নয়, গণ্ডিবদ্ধ পর্যায় অর্থাৎ ক্লাস্টার স্টেজে পৌঁছেছে করোনা সংক্রমণ। এমনকী, সংশোধিত রিপোর্টে ভুল সংশোধন করা হয়েছে বলেও দাবি WHO -র।
এর আগে WHO-এর ওয়েবসাইটে ভারতীয় কলামে উল্লেখ করা হয়েছিল, এদেশে গোষ্ঠী বা কমিউনিটি সংক্রমণ চলছে। আর চিনে হয়েছে গণ্ডিবদ্ধ সংক্রমণ। ইতিমধ্যে গোটা বিশ্বে প্রায় ১৬ লক্ষ মানুষ করোনা সংক্রমিত। মৃত প্রায় ৯৫ হাজার। এই তথ্যও উল্লেখ রয়েছে WHO-এর ওয়েবসাইটে।সরকারের তরফে জানানো হয়েছে, তখনই গোষ্ঠী সংক্রমণ বলা যাবে যখন ন্যূণতম ২০-৩০ শতাংশ আক্রান্তের ক্ষেত্রে বোঝা যাবে না তাঁরা কীভাবে আক্রান্ত হয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: WHO