#বেজিং: চিনে কমেছে করোনার প্রকোপ৷ কিন্তু বেড়েছে ভারতে ৷ তাই চিনা নাগরিকদের ভারত থেকে নিজেদের দেশে নিয়ে সরিয়ে নিয়ে যাবে চিন, এমনই জানা গিয়েছে৷ ভারতে চিনা পড়ুয়া, ব্যবসায়ী ও পর্যটকদের সমস্যা বাড়তে পারে৷ তাই এই চিন্তাভাবনা৷ চিনা দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে৷ ভারতে বসবাসকারী চিনা নাগরিকরা চাইলে বিশেষ বিমানে করে ফিরে যেতে পারেন চিনে, এমনই জানানো হয়েছে৷
উল্লেখ্য চিনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে কাবু ভারত৷ বিশ্বের প্রথম ১০টি করোনা আক্রন্ত দেশের মধ্যে উঠে এসেছে ভারতের নাম৷ অন্যদিকে চিনে এখন অনেকটাই নিয়ন্ত্রিত এই রোগের প্রাদুর্ভাব ৷
যাদের করোনা সংক্রমণ হয়েছে বা ১৪ দিনের মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছে, তারা এই বিশেষ বিমানে উঠতে পারবেন না৷ তবে যারা ফিরবেন চিনে, তাদের সকলকে মানতে হবে কোয়ারেন্টাইনের নিয়ম ৷ বিমানের ভাড়াও তাদেরই বহন করতে হবে বলে জানিয়েছে চিনা দূতাবাস৷
চিন থেকে ছড়িয়ে পড়া এই মারণ করোনাভাইরাসে রীতিমতো জবুথবু গোটা বিশ্ব৷ মোট ১৯০টি দেশে থাবা বসিয়েছে এই সংক্রমণ এবং প্রায় ৫৪ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন ৷ এর আগে ইউহান প্রদেশ থেকে ৭০০ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়৷ কিন্তু এখন পরিস্থিতি অনেকটা বদলেছে৷ ভারতে বাড়ছে রোগের প্রকোপ, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে চিন সরকার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China, Coronavirus, COVID19