হোম /খবর /বিদেশ /
চিনে কমেছে করোনার প্রকোপ, ভারতে বেড়েছে ,নাগরিকদের ভারত থেকে সরিয়ে নিতে তৈরি চিন

চিনে কমেছে করোনার প্রকোপ, বেড়েছে ভারতে, এবার নাগরিকদের ভারত থেকে সরিয়ে নিতে তৈরি চিন

File Photo

File Photo

উল্লেখ্য চিনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে কাবু ভারত ৷ বিশ্বের ১০টি করোনা আক্রন্ত দেশের মধ্যে উঠে এসেছে ভারতের নাম ৷

  • Last Updated :
  • Share this:

#বেজিং: চিনে কমেছে করোনার প্রকোপ৷ কিন্তু বেড়েছে ভারতে ৷ তাই চিনা নাগরিকদের ভারত থেকে নিজেদের দেশে নিয়ে সরিয়ে নিয়ে যাবে চিন, এমনই জানা গিয়েছে৷ ভারতে চিনা পড়ুয়া, ব্যবসায়ী ও পর্যটকদের সমস্যা বাড়তে পারে৷ তাই এই চিন্তাভাবনা৷ চিনা দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে৷ ভারতে বসবাসকারী চিনা নাগরিকরা চাইলে বিশেষ বিমানে করে ফিরে যেতে পারেন চিনে, এমনই জানানো হয়েছে৷

উল্লেখ্য চিনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে কাবু ভারত৷ বিশ্বের প্রথম ১০টি করোনা আক্রন্ত দেশের মধ্যে উঠে এসেছে ভারতের নাম৷ অন্যদিকে চিনে এখন অনেকটাই নিয়ন্ত্রিত এই রোগের প্রাদুর্ভাব ৷

যাদের করোনা সংক্রমণ হয়েছে বা ১৪ দিনের মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছে, তারা এই বিশেষ বিমানে উঠতে পারবেন না৷ তবে যারা ফিরবেন চিনে, তাদের সকলকে মানতে হবে কোয়ারেন্টাইনের নিয়ম ৷ বিমানের ভাড়াও তাদেরই বহন করতে হবে বলে জানিয়েছে চিনা দূতাবাস৷

চিন থেকে ছড়িয়ে পড়া এই মারণ করোনাভাইরাসে রীতিমতো জবুথবু গোটা বিশ্ব৷ মোট ১৯০টি দেশে থাবা বসিয়েছে এই সংক্রমণ এবং প্রায় ৫৪ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন ৷ এর আগে ইউহান প্রদেশ থেকে ৭০০ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়৷ কিন্তু এখন পরিস্থিতি অনেকটা বদলেছে৷ ভারতে বাড়ছে রোগের প্রকোপ, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে চিন সরকার৷

Published by:Pooja Basu
First published:

Tags: China, Coronavirus, COVID19