#বেজিং: করোনা সংক্রমণ ঠেকাতে বিমানকর্মীদের শৌচাগার ব্যবহার না করে ডায়াপার পরার পরামর্শ দিচ্ছেন চিনের বিমান মন্ত্রক ৷ গন্তব্য যদি বিপজ্জনক জোনে , অর্থাৎ যেখানে করোনা সংক্রমণের হার বেশি এমন অঞ্চলে হয়, সেক্ষেত্রে এই নিয়মটি মানতে বলা হচ্ছে বিমানকর্মীদের ৷
সম্প্রতি চিনের বিমান মন্ত্রকের পক্ষ থেকে ৩৮ পাতার একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে ৷ যেখানে বিমানকর্মীদের করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য এই পরামর্শ দেওয়া হয়েছে ৷ ডায়াপারের বিষয়টা উল্লেখ রয়েছে, পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুয়িপমেন্টের বিভাগে ৷
বিমানকর্মীরা যতটা কম বাথরুম ব্যবহার করবেন, সংক্রমণের সম্ভাবনা ততোই কম বলে মনে করা হচ্ছে ৷ চিনের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে কেবিন ক্রু-দের ডায়াপার ব্যবহারের পাশাপাশি মেডিক্যাল প্রোটেক্টিভ মাস্ক, ডাবল লেয়ার ডিসপোজেবল মেডিক্যাল রাবার গ্লাভস, রোদ চশমা, ডিসপোজেবল ক্যাপ, ডিসপোজেবল প্রোটেক্টিভ পোশাক, ডিসপোজেবল জুতোর কভার ব্যবহার করতেও বলা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China, Coronavirus