#ব্রাসিলিয়া: ব্রাজিলে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে চিনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি কোভিড ১৯ ভ্যাকসিন ৫০. ৪ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হল। চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ব্রাজিলের গবেষকরা। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
এর আগে ইন্দোনেশিয়া ও তুরস্কে একই ভ্যাকসিনের ট্রায়ালে ভিন্ন ফল পাওয়া গিয়েছিল। ইন্দোনেশিয়ার জাতীয় ওষুধ ও খাদ্য নিয়ন্ত্রক এজেন্সি সোমবার জানিয়েছে, এ টিকার কার্যকারিতার হার ৬৫. ৩ শতাংশ, যা ডাব্লিউএইচও-এর শর্তকেও পূরণ করে। সে অনুযায়ী, সিনোভ্যাক টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত মাসে তুরস্কের গবেষকরা জানান, তুরস্কে সিনোভ্যাকের টিকা ৯১.২৫ শতাংশ কার্যকর। তবে ব্রাজিলে চালানো চূড়ান্ত দফার ট্রায়ালে এর কার্যকারিতা তুলনামূলকভাবে অনেক কম দেখা গিয়েছে। মূলত ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ফলাফল মিলছে।
ব্রাজিলে এই ট্রায়াল চালিয়েছে বুটানটান ইনস্টিটিউট। গত সপ্তাহেও তাঁরা দাবি করেন, গুরুতর ও অপেক্ষাকৃত কম অসুস্থ রোগীদের ক্ষেত্রে ভ্যাকসিনটি ৭৮ শতাংশ কার্যকর। কিন্তু চূড়ান্ত পর্বের ট্রায়ালে ভিন্ন ফল মিলেছে। এর মধ্যেই কোম্পানির অনুরোধে পূর্ণাঙ্গ ফলাফল স্থগিত করায় ভ্যাকসিনটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।