#চিন: করোনা ভাইরাস। সারা বিশ্বকে কার্যত গৃহবন্দি করেছে এই ভাইরাস। বিশ্বজুড়ে প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। মানুষকে হোম কোয়ারেন্টাইন করে আটকাবার চেষ্টা চলছে এই মারণ রোগকে। কিন্তু তারপরেও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত ইতালির মতো দেশ। এই ভাইরাসের দেখা প্রথম মিলেছিল চিনের ইউহান শহরে। এই শহর থেকেই ধীরে ধীরে সারা বিশ্ব এমনকি ভারতেও ছড়িয়ে পড়ে এই রোগ।
এবার চিনের ইউহান শহর আরও সর্তক হল। তারা তাদের গোটা ইউহান শহরটাকেই জীবানুমুক্ত করতে চাইছে। আর তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন সেখানকার স্বাস্থ্যকর্মীরা। শহরজুড়ে ছড়ানো হচ্ছে জীবানু নাশক। করা হচ্ছে স্প্রে। ড্রোন ব্যবহার করে শহরে নজরদারি রেখে চালানো হচ্ছে কাজ। রাস্তাঘাট থেকে শুরু করে আবাসন সব জায়গাতেই জীবানুনাশক ছড়িয়ে জীবানু মুক্ত করার চেষ্টা চলছে। সেই সঙ্গে নজরে রাখা হচ্ছে যাতে কোনও ময়লা জিনিস কোথাও না থেকে যায়। তবে সারা বিশ্বে রোগ ছড়ানোর পর চিন বুঝতে শিখেছে।