#বেজিং: করোনা ভাইরাসের কেন্দ্র হিসাবে উঠে এসেছিল চিনের ইউহান প্রদেশের নাম। বলা হয়েছে, এই অতিমারীর কেন্দ্র ইউহান প্রদেশ। ক্রমে চিনে মহামারির আকার ধারণ করে করোনা। এই প্রদেশেই অসংখ্য মানুষের মৃত্যু হয়। আর সেই চিনই করোনা লড়াইয়ে আশার আলো দেখাচ্ছে। কারণ, শেষ তিনদিন ধরে চিনে স্থানীয় করোনা সংক্রমণের সংখ্যা এসে দাঁড়িয়েছে শূন্য–তে।
হ্যাঁ, চিনে স্থানীয় ভাবে শেষ তিনদিনে একজনও করোনা আক্রান্ত হননি। তবে আক্রান্তের সংখ্যা কিন্তু কিছুটা বেড়েছে। তবে সবটাই দেশের বাইরে থেকে সংক্রমিত হয়েছে। শেষ দিনের হিসাব অনুসারে বাইরে থেকে চিনে সংক্রমণ নিয়ে দেশে এসেছেন ২৬৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি লোক এসেছেন বেজিংয়ে। সেখানে ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। সাংঘাইয়ে সংখ্যাটা ছয়। এর ফলে চিনে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা এখন ৮১ হাজারের কিছু বেশি। ইতিমধ্যে চিনে মৃত্যু হয়েছে তিন হাজার মানুষের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China, Coronavirus, COVID-19