#চেন্নাই : চেন্নাইয়ের একেবারে উচ্চবিত্ত এলাকার ঘটনা শুনলে শিউড়ে উঠতে হয় ৷ স্থানীয় এক জনপ্রিয় চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৷ তিনি চিকিৎসকের পাশাপাশি ছিলেন মেডিক্যাল এন্তপ্রেনিওর ৷ ১৫ দিন মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ের পরে হেরে যান সিমোন হারকিউলিস ৷ তাঁর মৃত্যুর পর তাঁর দেহ নিয়ে যাওয়ার সময় বিপত্তি বাধে৷
চেটপেটে নিউ হোপ নামের প্রাইভেট হাসপাতাল চালাতেন হারকিউলিস ৷ চেন্নাইতে মারা যাওয়ার আগে ১৫ দিন তিনি অ্যাপেলো হাসপাতালে ভর্তি ছিলেন ৷ অ্যাম্বুলেন্স ড্রাইভার ও স্যানিটাইজেশন ওয়ার্কার যখন তাঁর মৃতদেহ রবিবার বয়ে নিয়ে যাচ্ছিলেন তখন তাঁদের ওপর আক্রমণ করেন এলাকাবাসী৷ পুলিশের পক্ষ থেকে জানা গেছে ২০ জন ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷
আরও পড়ুন - হায় মানবিকতা! দৃষ্টিহীণ প্রৌঢ়া লকডাউনে একাই ছিলেন বাড়িতে, সুযোগ নিয়ে শরীর ছিঁড়ে খেল ধর্ষক
হারকিউলিসের আত্মীয় জানিয়েছেন তাঁদের কাছে দেহ সমাধিস্থ করার নির্দেশ পত্র থাকলেও স্থানীয় মানুষরা দেহ কবরস্থ করার পদ্ধতিতে বাধা দিতে চান ৷ অপর এক চিকিৎসক বাকিয়ারাজ জানিয়েছেন, ‘দেহের শেষকৃত্য কিছুতেই করতে দিতে চাইছিলেন না তাঁরা ৷ আমি চোখে জল এনে এই পোস্ট করছি যে চিকিৎসক চিরকাল দায়িত্ব নিয়ে চিকিৎসা করেছেন কোভিড ১৯ -র রোগিদের চিকিৎসা করেছেন তাঁর দেহকে কবর দেওয়ার মতো জায়গা নেই ৷ ’
এইভাবে চিকিৎসকের শেষকৃত্য করতে না দিতে চাওয়ার ঘটনা অবশ্য প্রথম নয় এর আগেও আম্বাতুরে অ্যাপোলোর চিকিৎসকের ক্ষেত্রেও স্থানীয়রা দেহ সমাধিস্থ করতে দিতে চাননি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, COVID-19, করোনা ভাইরাস