#কলকাতা: ভারতে ২১ দিনের লকডাউন ঘোষিত হতেই মানুষের মনে খাদ্য সঙ্কটের তীব্র ভয় তৈরি হয়েছে রাত থেকেই৷ মঙ্গলবার রাতে তো বটেই, বুধবার সকালেও দেশজুড়ে বাজারে ভিড়, হুড়োহুড়ি দেখা গিয়েছে৷ এ পরিস্থিতিতে খাদ্য সঙ্কট নিয়ে গুজব যাতে না-ছড়ায়, তার জন্য রাজ্যগুলিকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ খাবার ও অত্যাবশ্যকীয় জিনিসের ঘাটতি নিয়ে নিয়ে যে গুজব রটছে, তা থামাতে কড়া আইনি ব্যবস্থা নিক রাজ্য৷
Home delivery of public distribution system (PDS) ration to 1.60 lakh families in Srinagar will start from 28th March under strict safety-protocol: Shahid Choudhary, District Magistrate Srinagar #COVID19 pic.twitter.com/5CAf32dAqm
— ANI (@ANI) March 25, 2020
দেশের সব রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-দের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গুজবের জেরে যাতে কোনও ভাবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি না খারাপ হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷ মানুষকে বোঝাতে হবে, খাবারের কোনও ঘাটতি নেই৷ ওষুধ, খাবার-সহ অত্যাবশ্যকীয় পণ্য পর্যাপ্ত পরিমাণে রয়েছে৷
চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক লিখছে, 'খাদ্য সঙ্কট নিয়ে গুজব ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে৷ এই গুজব রুখতে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিক৷ মানুষকে বোঝাতে হবে, খাবার, ওষুধ, আরও অত্যাবশ্যকীয় পরিষেবায় কোনও ঘাটতি নেই৷ হবেও না৷ পর্যাপ্ত পরিমাণে রয়েছে৷'
স্বরাষ্ট্রমন্ত্রকের আরও আবেদন, এই তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে যথাযথ ব্যবস্থা নিক ডিজিপি ও মুখ্যসচিবরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus in India, COVID-19