#ভগবানপুর, পূর্ব মেদিনীপুর: গোপাল সিং নামে ৩২ বছরের এক যুবকের মৃত্যু ঘিরেই উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায়। হাসপাতালের গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাল স্থানীয়রা ৷ ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয়রা!
জানা গিয়েছে, জ্বর আর শ্বাসকষ্ট জনিত অসুস্থতা নিয়ে নিজের বাড়িতেই কয়েকদিন ধরে ছিলেন ওই ব্যক্তি। আজ, সোমবার অবস্থার অবনতি হলে তাঁকে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে তাঁর বাড়ির লোকজন। হাসপাতালে ঢোকানোর আগেই চিকিৎসক ওই রোগীকে অন্যত্র রেফার করে দিলে রেগে যান পরিবারের লোকজন। কিছু সময়ের মধ্যে রোগীর মৃত্যু হলে উত্তেজনা চরমে ওঠে।
হাসপাতালের গেটের সামনে চাতালের ওপর মৃতদেহ শুইয়ে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বিক্ষোভের জেরে হাসপাতালের গেট বন্ধ করে দিয়েছেন চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা। বাইরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। করোনা লকডাউনের মধ্যে যুবকের মৃত্যু ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঠিক সময়ে অক্সিজেন দেওয়া হলে রোগীর মৃত্যু ঘটত না, চিকিৎসকদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ মৃতের পরিবারের ৷
Sujit Bhowmick