#নয়াদিল্লি: দৈনিক করোনার সংক্রমণ বাড়ায় কেন্দ্রের উদ্বেগ বাড়িয়েছে মহারাষ্ট্র, কেরল, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গ৷ এই চার রাজ্যকে সতর্ক করতে চিঠি লিখলেন স্বরাষ্ট্র মন্ত্রকের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ৷
রাজ্যগুলিকে 'কঠোর নজরদারি' রাখার জন্য ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে৷ করোনার নয়া স্ট্রেনের হদিশ ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশে পাওয়া গিয়েছে৷ এমনকী ভারতেরও কয়েকটি রাজ্যে হানা দিয়েছে নতুন রূপের করোনা৷ যা নিয়ে চিন্তায় কেন্দ্র৷
যেই রাজ্যগুলিতে করোনা পরীক্ষার হার কম সেই রাজ্যগুলির ওপরেই দৃষ্টি আকর্ষণ করাতে চেয়েছেন স্বাস্থ্যসচিব৷ তাঁর বক্তব্য, এই গুরুত্বপূর্ণ সময় কোনওরকম শিথিলতা সকলের মিলিত প্রয়াসকে নষ্ট করে দিয়ে করোনার সংক্রমণ বাড়িয়ে দিতে পারে৷
কেন্দ্রের থেকে পরামর্শ দেওয়া হয়েছে করোনার বাড়বাড়ন্ত জেলা এবং উপ জেলা স্তরে গিয়ে খতিয়ে দেখে বিশ্লেষণ করে এটিকে প্রতিরোধ করার জন্য সক্রিয়ভাবে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করতে হবে।
আগের থেকে অনেক বেশি করে 'টেস্ট-ট্র্যাক-ট্রিট' স্ট্র্যাটেজি মেনেই চলতে হবে এই চিহ্ণিত রাজ্যগুলিকে৷ কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি স্বাস্থ্য কর্তৃপক্ষকে আরও বেশি করে করোনা বিধি মেনে চলতে বলা হচ্ছে৷ তার মধ্যে রয়েছে সক্রিয় ভাবে মাস্ক পরার জন্য প্রচার চালানো৷ করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার আগেই এটা নিশ্চিত করতে হবে যে, করোনাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টায় যেন আত্মতুষ্টি না আসে কোনও৷#IndiaFightsCorona #Unite2FightCorona Union Health Secretary writes to #Maharashtra, #Kerala, #Chhattisgarh, and #WestBengal to take prompt steps and to keep a ‘strict vigil’ to curb recent spike in #COVID19 cases https://t.co/RLdHeqgaEV@PMOIndia @drharshvardhan
— Ministry of Health (@MoHFW_INDIA) January 7, 2021