#নয়াদিল্লি: ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনা টিকাকরণ অভিযান শুরু হয়ে গিয়েছে ৷ প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের ও ফ্রন্টলাইন কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ এরপর প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে ৷ তবে এরই মধ্যে করোনা ভ্যাকসিনের নামে শুরু হয়ে গিয়েছে প্রতারণা চক্র ৷ তাই কেন্দ্র সরকারের তরফে দেশের সমস্ত নাগরিককে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
পিআইবি-র তরফে ট্যুইট করে জানানো হয়েছে,‘ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া নাম করে ফোন করছে প্রতারকরা ৷ প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার জন্য কল করছে এবং তাঁদের থেকে আধার কার্ড, ওটিপি সহ বিভিন্ন তথ্য চাইছে ৷ এই কলগুলি ফ্রড কল ৷ ভুলেও ফোনে কাউকে নিজের আধার, ওটিপি বা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না ৷’
Some #Fraudsters claiming to be from Drug Authority of India are calling senior citizens to confirm their Aadhaar and OTP for #COVID19Vaccine allocationIt is an act of miscreants. Never disclose OTP and personal details to such telecallers#PIBFactCheck #Unite2FightCorona pic.twitter.com/0F8Lxd4Nqd
— PIB Fact Check (@PIBFactCheck) January 22, 2021
কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ১৬ জানুয়ারি কেন্দ্র সরকারের তরফে শুরু করা হয় করোনা টিকাকরণ অভিযান ৷ এখনও পর্যন্ত এটা বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযান ৷ এখনও পর্যন্ত প্রায় ১৫ লক্ষ স্বাস্থ্য কর্মীকে কোভিড ১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ গত শনিবার পর্যন্ত ১৫,৩৭,১৯০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ কেন্দ্র সরকারের তরফে এখনও জানানো হয়নি যে প্রবীণ নাগরিকদের কবে ভ্যাকসিন দেওয়া হবে ৷ Co-WIN অ্যাপে এখন ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন চলছে ৷ এখানে রেজিস্ট্রেশনের জন্য আপনার প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্টের মতো তথ্য দিতে হবে ৷
গত ২৪ ঘণ্টায় দেশে ১৪,৮৪৯ করোনা পজিটিজ কেস সামনে এসেছে ৷ ১৫৫ জনের মৃত্যু হয়েছে ৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ৬ লক্ষের বেশি হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত দেশে প্রায় ১৯ কোটি ১৭ লক্ষের বেশি করোনা পরীক্ষা করা হয়েছে ৷