হোম /খবর /কলকাতা /
বাঙুর হাসপাতালে কেন পড়ে মৃতদেহ, ফের রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রীয় দলের

বাঙুর হাসপাতালে কেন পড়ে মৃতদেহ, ফের রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রীয় দলের

ফের রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ PHOTO- FILE

ফের রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ PHOTO- FILE

রাজ্যে কারও করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে কিনা, সেই সিদ্ধান্ত ছাড়া হয়েছে রাজ্য সরকারের তৈরি করা বিশেষজ্ঞ কমিটির উপরে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: রাজ্য সরকার আর কোনও তথ্য দেবে না বলে জানিয়ে দিয়েছিল৷ তার পরেও তরফে ফের রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে এ দিন দু'টি চিঠি দিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র৷ চিঠিতে বাঙুর হাসপাতালে মৃতদেহ পড়ে থাকা থেকে শুরু করে রাজ্যে করোনায় মৃত ঘোষণার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান৷

রাজ্যে কারও করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে কিনা, সেই সিদ্ধান্ত ছাড়া হয়েছে রাজ্য সরকারের তৈরি করা বিশেষজ্ঞ কমিটির উপরে৷ মুখ্যসচিবকে লেখা চিঠিতে এই কমিটির বৈধতা এবং করোনা আক্রান্তদের মৃত্যু ঘোষণার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি৷ জানতে চাওয়া হয়েছে, আইসিএমআর-এর গাইডলাইন মেনেই এই বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে কিনা৷ পাশাপাশি করোনায় মৃত্যু ঘোষণা করতে এই কমিটি কতদিন সময় নিচ্ছে, সেই তথ্যও চাওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবের কাছে৷ রাজ্যে অন্য রোগে মৃত্যু হলেও তার কারণ খতিয়ে দেখার জন্য এভাবেই কমিটি গঠন করা হয় কিনা, তাও জানতে চেয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান৷

এ দিনও হাওড়া এবং শিলিগুড়িতে পরিদর্শনে যান রাজ্যে আসা দু'টি কেন্দ্রীয় দলের সদস্যরা৷ মুখ্যসচিবকে লেখা চিঠিতে প্রতিনিধি দলের তরফে কলকাতার বাঙুর এবং চিত্তরঞ্জন হাসপাতালে করোনা চিকিৎসার পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলা হয়েছে৷ অভিযোগ করে লেখা হয়েছে, বাঙুর এবং চিত্তরঞ্জনে অনেকেই আইসোলেশনে রয়েছেন৷ বিশেষত বাঙুর হাসপাতালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান৷ বাঙুরে ৩৫৪ জন ভর্তি থাকলেও মাত্র ১২টি ভেন্টিলেটর রয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ পাশাপাশি, সেখানে করোনা পরীক্ষা করতেও চার থেকে পাঁচ দিন সময় লাগছে বলে অভিযোগ তোলা হয়েছে৷ চিঠিতে অপূর্ব চন্দ্র চাঞ্চল্যকর অভিযোগ তুলে প্রশ্ন করেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যে বাঙুর হাসপাতালে ওয়ার্ডের মধ্যে মৃতদেহ পড়ে রয়েছে৷ হাসপাতালের তরফে প্রতিনিধি দলের  সদস্যদের জানানো হয়, মৃত্যুর পর চার ঘণ্টা ওয়ার্ডে মৃতদেহ পড়ে থাকাটাই স্বাভাবিক৷ কিন্তু বাকি রোগীদের সামনে দীর্ঘক্ষণ কেন মৃতদেহ ফেলে রাখা হলো, মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে সেই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান৷

রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা এবং মৃত্যু ঘোষণার পদ্ধতি নিয়ে বিরোধীরা আগেই প্রশ্ন তুলেছিলেন৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলও এদিন প্রশ্ন করেছে, রাজ্য চার দিনে যে ৯০০ পরীক্ষার কথা বলছে, তার মধ্যে কতজন নতুন সন্দেহভাজনের পরীক্ষা করা হয়েছে৷ পাশাপাশি রাজ্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সহ করোনা মোকাবিলায় যুক্তদের জন্য যে দশ লক্ষ টাকার বিমা ঘোষণা করেছে, সেই সংক্রান্ত নির্দেশিকাও দেখতে চেয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ কেন্দ্রীয় দলের মতে, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা চাইলে কেন্দ্রীয় সরকারের বিমার সুযোগও নিতে পারে৷ সেই সুযোগ রাজ্য রেখেছে কিনা, তাও জানতে চেয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল৷

Published by:Debamoy Ghosh
First published: