#কলকাতা: রবিবার হাওড়া, কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন৷ উত্তরবঙ্গেও পরিদর্শন করছে৷ আজ অর্থাত্ সোমবার পূর্ব মেদিনীপুরে করোনা পরিস্থিতি দেখতে যাচ্ছে কেন্দ্রের প্রতিধি দল৷ পাঁশকুড়ার হাসপাতালে যেতে পারেন তাঁরা৷ এছাড়াও তমলুক ও হলদিয়াতেও যাওয়ার কথা৷
রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের মধ্যেই রাজ্যের হটস্পটগুলির লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেরাই পরিদর্শন করছেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা৷ ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের সহযোগিতা মিলছে অভিযোগ করে মুখ্যসচিবকে ৫টি চিঠি দিয়েছে কেন্দ্রীয় দল৷ রিপোর্ট দিয়েছে দিল্লিতেও৷ প্রশ্ন তুলেছে, রাজ্যে করোনায় মৃত্যু নির্ধারণের পদ্ধতি নিয়েও৷
রবিবার দক্ষিণবঙ্গে কলকাতা ও হাওড়ার বিভিন্ন রাস্তা ও ঘিঞ্জি এলাকার পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যেরা রবিবারেও উত্তরবঙ্গে বিধান মার্কেট, মুরগিহাটি বাজার পরিদর্শন করেন তাঁরা৷ কয়েকটি জায়গায় কনভয় থামিয়ে ছবি তুলতেও দেখা যায় কেন্দ্রীয় দলের সদস্যদের৷ কলকাতা ঘুরে হাওড়ায় যায় প্রতিনিধিদলটি৷ সালকিয়া ও গোলাবাড়ি এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন তাঁরা। ওই সব এলাকায় রেশন ব্যবস্থার হাল এবং পুরসভার কাজকর্ম নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন৷ ছবিও তোলেন৷