#নয়াদিল্লি: প্রকাশ্য গুটখা সহ তামাকজাত পণ্যের বিক্রি এবং থুতু ফেলা নিষিদ্ধ করা হোক৷ সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল গুলিকে এই অনুরোধ জানিয়ে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণেই এই পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷
রাজস্থান এবং ঝাড়খণ্ড সরকার ইতিমধ্যেই করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নিয়েছে৷ সেই পথে হেঁটে অন্য রাজ্যগুলিও যাতে তামাকজাত পণ্যর বিক্রি এবং প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করে, সেই অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী৷
রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের লেখা চিঠিতে হর্ষ বর্ধন বলেছেন, 'ধূমপান বাদে অন্যান্য তামাকজাত দ্রব্যের প্রতি আসক্তদের মধ্যে প্রকাশ্যে থুতু ফেলার প্রবণতা থাকে৷ যা থেকে কোভিড ১৯, যক্ষ্মা, সোয়াইন ফ্লুর মতো সংক্রামক রোগ ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায়৷'
একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, প্রকাশ্য থুতু ফেললে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়, যা থেকে রোগ সংক্রমণের আশঙ্কা বাড়ে৷ তাছাড়া দোকান থেকে তামাকজাত দ্রব্য কেনার যে ভিড় হয়, তাও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়িয়ে দেয়৷'
গত ১১ মে লেখা এই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, গোটা বিশ্বেই তামাকজাত দ্রব্যের ব্যবহার মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলে চিহ্নিত করা হয়েছে৷ এর পাশাপাশি আইসিএমআর- এর তরফেও সাধারণ মানুষকে প্রকাশ্য স্থানে ধোয়াহীন তামাকজাত দ্রব্যের সেবন এবং থুতু না ফেলার যে আবেদন করা হয়েছে, তামাকজাত দ্রব্যের বিক্রি, প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ হোক, সব রাজ্যকে চিঠি স্বাস্থ্যমন্ত্রীরতারও উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।