#লখনৌ: অমানবিক, নৃশংস, পাশবিক! বুলন্দর শহরে শিশুদের দিয়ে খাল থেকে পচাগলা দেহ টেনে তোলাচ্ছে ২ পুলিশকর্মী! নৃশংস এই ঘটনার ভিডিও নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, বয়ে যায় নিন্দা, সমালোচনরা ঝড়! অস্বস্তিতে উত্তরপ্রদেশ পুলিশ!
জানা যায়, বুধবার ওয়ালিপুর-গাং খালে একটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার এক সাব-ইনস্পেক্টর ও কনস্টেবল। অভিযোগ, তারাই স্থানীয় শিশুদের দিয়ে জোর করে খাল থেকে পচাগলা ওই দেহটি টেনে বের করায়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে দুই পুলিশ। স্থানীয় শিশুরা লাঠি ও রড দিয়ে খাল থেকে একটি দেহ তোলার চেষ্টা করছে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ পুলিশ। বুলন্দশহরের পুলিশ সুপারিনটেনডেন্ট সন্তোষ সিং জানিয়েছেন, ' ভিডিওতে দেখা যাচ্ছে শিশুরা খাল থেকে একটি দেহ তোলার চেষ্টা করছে। এই ধরনের আচরণে পুলিশের ইমেজ-ই যে শুধু নষ্ট হয় তা নয়, শিশু মনের ওপরও খারাপ প্রভাব পড়ে।' তিনি এও জানান, 'ঘটনার তদন্ত করা হবে। দোষীরা শাস্তি পাবে।' ইতিমধ্যেই অভিযুক্ত সাব ইন্সপেক্টর ও কনস্টেবলকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: UP