#কলকাতা: রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে শহরে আসা কেন্দ্রীয় টিমের সঙ্গে থাকা জওয়ানের শরীরে মিলল করোনা ৷ কেন্দ্রীয় দলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই বিএসএফ জওয়ান বলে জানা গিয়েছে ৷ যদিও বিএসএফ-এর তরফে দাবি, অসুস্থ ওই জওয়ান কেন্দ্রীয় দলের কোনও প্রতিনিধির সংস্পর্শে আসেননি ৷
করোনা পরিস্থিতির সরেজমিন তদন্তের জন্য সম্প্রতি শহরে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ সেই দলেরই নিরাপত্তার কাজে যুক্ত ছিলেন করোনা আক্রান্ত জওয়ান ৷ গত ৩০ এপ্রিল অসুস্থতার জন্য তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল ৷ তাঁর নমুনা পরীক্ষা করলে জানা যায় কোবিড ১৯ পজিটিভ ৷ রবিবার এই রিপোর্ট হাতে পাওয়ার পরই ৫০ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে ৷ বিএসএফ জানিয়েছে সরাসরি কেন্দ্রীয় প্রতিনিধি দলের কারোর সংস্পর্শে আসেননি ওই অসুস্থ জওয়ান ৷
অন্যদিকে, করোনার কারণেই দিল্লিতে বিএসএফ-এর হেডকোয়ার্টার সিল করে দেওয়া হয়েছে ৷ রবিবার এক কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয় ৷ সম্প্রতি করোনা সংক্রমণে দিল্লিতেই ৫৫ বছর বয়সী এক জওয়ানের করোনায় মৃত্যু হয়েছে ৷ এছাড়া সিআরপিএফ-এর ৩১ ব্যাটেলিয়ানের প্রায় ১২২ জন জওয়ান বর্তমানে করোনার শিকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BSF Jawan, Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, Covid 19 central team, COVID-19