হোম /খবর /কলকাতা /
কলকাতায় কেন্দ্রীয় দলের সঙ্গে থাকা BSF জওয়ানের করোনা, কোয়ারেন্টাইনে ৫০ জন

কলকাতায় কেন্দ্রীয় দলের সঙ্গে থাকা BSF জওয়ানের করোনা, কোয়ারেন্টাইনে ৫০ জন

করোনা পরিস্থিতির সরেজমিন তদন্তের জন্য সম্প্রতি শহরে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ সেই দলেরই নিরাপত্তার কাজে যুক্ত ছিলেন করোনা আক্রান্ত জওয়ান ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে শহরে আসা কেন্দ্রীয় টিমের সঙ্গে থাকা জওয়ানের শরীরে মিলল করোনা ৷ কেন্দ্রীয় দলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই বিএসএফ জওয়ান বলে জানা গিয়েছে ৷ যদিও বিএসএফ-এর তরফে দাবি, অসুস্থ ওই জওয়ান কেন্দ্রীয় দলের কোনও প্রতিনিধির সংস্পর্শে আসেননি ৷

করোনা পরিস্থিতির সরেজমিন তদন্তের জন্য সম্প্রতি শহরে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ সেই দলেরই নিরাপত্তার কাজে যুক্ত ছিলেন করোনা আক্রান্ত জওয়ান ৷ গত ৩০ এপ্রিল অসুস্থতার জন্য তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল ৷ তাঁর নমুনা পরীক্ষা করলে জানা যায় কোবিড ১৯ পজিটিভ ৷ রবিবার এই রিপোর্ট হাতে পাওয়ার পরই ৫০ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে ৷ বিএসএফ জানিয়েছে সরাসরি কেন্দ্রীয় প্রতিনিধি দলের কারোর সংস্পর্শে আসেননি ওই অসুস্থ জওয়ান ৷

অন্যদিকে, করোনার কারণেই দিল্লিতে বিএসএফ-এর হেডকোয়ার্টার সিল করে দেওয়া হয়েছে ৷ রবিবার এক কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয় ৷ সম্প্রতি করোনা সংক্রমণে দিল্লিতেই ৫৫ বছর বয়সী এক জওয়ানের করোনায় মৃত্যু হয়েছে ৷ এছাড়া সিআরপিএফ-এর ৩১ ব্যাটেলিয়ানের প্রায় ১২২ জন জওয়ান বর্তমানে করোনার শিকার ৷

Published by:Elina Datta
First published:

Tags: BSF Jawan, Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, Covid 19 central team, COVID-19