• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড স্টার দিলীপ কুমারের ভাই

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড স্টার দিলীপ কুমারের ভাই

Dilip Kumar's Brother Aslam Khan Dies

Dilip Kumar's Brother Aslam Khan Dies

এই সময় দিলীপ কুমার নিজেও রয়েছেন সম্পূর্ণ আইসোলেশনে৷ ৯৭ ভাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত৷ করোনায় মৃত্যুর ফলে ভাইকে শেষ দেখাও সম্ভব হল না...

 • Share this:

  #মুম্বই: ১৫ অগাস্ট করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বলিউড স্টার দিলীপ কুমারের দুই ভাই এহসান খান ও আসলম খান৷ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তাঁরা৷ এরপরই অবস্থার অবনতি হতে থাকে আসলম খানের৷ শেষ পর্যন্ত সব চিকিৎসা ব্যর্থ করে মৃত্যু হল ৮৮ বছর বয়সী আসলমের৷ অভিনেতার এক পারিবারিক বন্ধু ফইসাল ফারুখি এই দুঃসংবাদটি দেন৷ তিনি লেখেন দিলীপ সাবের ছোট ভাই, আসলম খান, মারা গিয়েছেন লীলাবতী হাসপাতালে৷ যেই চিকিৎসক ছিলেন চিকিৎসার দায়িত্বে তিনিও জানান যে, করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে আসলম খানের৷ তাঁর নিউমোনিয়া, ডায়বেটিস, হাইপারটেনশন সহ হার্টের সমস্যা ছিল৷ এরপরই তাঁর মাল্টি অরগান ফেলিওর হয়৷ শুক্রবার ভোররাতে তাঁর মৃত্যু হয়েছে৷ জানান চিকিৎসক জলিল পারকর৷

  তবে এখনও চিকিৎসা চলছে এহসান খানের৷ তাঁর বয়স ৯০ বছর৷ ১৫ অগাস্ট দু’জনকেই হাসপাতালে ভর্তি করতে হয় কারণ তাঁদের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল৷ তবে এহসান খান কেমন রয়েছেন, তা জানা যায়নি৷

  তবে করোনা ভাইরাস থেকে বাঁচতে এবার অনেক আগে থেকে আইসোলেশনে রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার ৷ অভিনেতা নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন যে, করোনার থাবা গোটা বিশ্বে ৷ এই সময়ে আমাদের সবাইকে সাবধানে ও সতর্ক থাকতে হবে ৷ আমার স্ত্রী সায়রা তাই কোনও ঝুঁকি নেননি ৷ আমাকে সবার থেকে আলাদা রাখা হয়েছে ৷ ইনফেকশন থেকে বাঁচতেই এই পদক্ষেপ আমাদের !’

  এমনিতেই অসু্স্থ দিলীপ কুমার ৷ ফুসফুসে সংক্রমণের কারণে মাঝে মধ্যেই তাঁকে ভর্তি হতে হয় হাসপাতালে৷ এই অসুস্থ শরীরে যাতে করোনার ভাইরাস না আসতে পারে, সেই কারণেই এই পদক্ষেপ নিয়ে ফেলেন স্ত্রী সায়রা বানু ৷ অভিনেতার বয়স এখন ৯৭ ৷

  Published by:Pooja Basu
  First published: