Home /News /coronavirus-latest-news /
ইদের ঠিক আগের দিন ধামাকা ঘোষণা সলমান খানের, দেখুন ভিডিও

ইদের ঠিক আগের দিন ধামাকা ঘোষণা সলমান খানের, দেখুন ভিডিও

Photo- File

Photo- File

ভাইজানের ভিডিও মুহূর্তেই ভাইরাল

 • Share this:

  #মুম্বই: এমন করোনা ভাইরাসের তাণ্ডব পৃথিবী জুড়ে চলছে যে মানুষের মধ্যে শুধুমাত্রই আতঙ্কের আবহ কাজ করছে ৷ এই অবস্থায় বিভিন্ন ধর্ম, সম্প্রদায় , অঞ্চলের মানুষজন নিজেদের সেরা উৎসব পেয়েছে, কিন্তু উদযাপনে সেই আনন্দ-উচ্ছ্বাস কই ৷ সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ ৷ কিন্তু অন্যবার এবার নেই সেই রাস্তায় বসে নামাজ পাঠ, নেই কোলাকুলির মধ্য সম্প্রীতি বিনিময়ের ছোঁওয়া ৷ একই সঙ্গে ইদ বলতেই বলিউড ভক্তদের মনে যে প্রথম কথাটা আসে নেই সেটাও ৷ ইদে বলিউড মানেই সলমান খানের ব্লকব্লাস্টার রিলিজ ৷

  বলিউড অভিনেতা এই দারুণ আনন্দের মরশুমে একটা ধামাকা খবর দিলেন ৷ তার নতুন ব্র্যান্ড লঞ্চ করলেন সলমান ৷ লঞ্চ করলেন নিজের ব্যবসায়িক উদ্যোগ নিজের ব্র্যান্ড FRSH৷ করোনা বিরুদ্ধে যেহেতু যুঝছে বিশ্ব তাই এই অবস্থায় Being Human -র কর্ণধার মানবিক পদক্ষেপ দেখালেন ৷ তাঁর ব্র্যান্ড প্রথম বাজারে আনল স্যানেটাইজার ৷ মন  খুলে সল্লু মিঞা জানিয়েছেন তাঁর পরিকল্পনা ছিল বডি স্প্রে আনবেন কিন্তু এই মুহূর্তের প্রয়োজনের কথা মাথায় রেখে আনলেন স্যানেটাইজার ৷

  আরও পড়ুন - লকডাউনে ৩ মাস দেখা হয়নি, বিমান চালু হতেই একা মায়ের কাছে পৌঁছল ৫ বছরের খুদে

  করোনা ভাইরাস অতিমারি পরিস্থিতিতে হাত ধোওয়া একটা দারুণ অভ্যাস হয়েছে ৷ আর এই পরিষ্কারের ক্ষেত্রে তাদের হাতিয়ার স্যানেটাইজার ৷ জন হপকিন্স বিশ্ববিদ্যালয় অঙ্ক অনুসারে সারা পৃথিবীতে করোনা সংক্রমণের সংখ্যা ৫৪ লক্ষ মানুষ ৷ আর মৃত্যু হয়েছে ৩.৪৫ লক্ষ মানুষের ৷

  সলমান খান জানিয়েছেন, স্যানেটাইজারের পরে ডিও, বডি স্প্রে, পারফিউম আসবে বাজারে ৷ সলমানের আনা স্যানেটাইজারে ৭২ শতাংশ অ্যালকোহল কনটেন্ট থাকবে ৷ এই স্যানেটাইজার ১০০ মিলি, ৫০ টাকায়, ৫০০ মিলি ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে ৷ কম্বো সেট কিনলে পাওয়া যাবে ১০ ও ২০ শতাংশ ছাড় ৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Corona Virus, Coronavirus, Eid, Salman Khan

  পরবর্তী খবর