#মুম্বই: প্রার্থনা সার্থক। তাঁর মা করোনা নেগেটিভ। ট্যুইট করে জানালেন মিস্টার পারফেকশনিস্ট ।
একাধিক কর্মীর করোনা পজিটিভ হওয়ার কথা গতকাল জানিয়েছিলেন আমির খান। মোট সাত কর্মচারীকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে তাঁর পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয় । সকলের রিপোর্ট নেগেটিভ আসে । এরপর অপেক্ষা ছিল শুধু তাঁর মায়ের রিপোর্ট আসা। বুধবার সেই রিপোর্ট হাতে পান তিনি। তারপরেই মায়ের করোনা নেগেটিভ হওয়ার কথা সকলকে জানান।
Hello everyone, I am most relieved to inform everyone that Ammi is Covid 19 negative. Thank you everyone for your prayers and good wishes 🙏 Love. a.
— Aamir Khan (@aamir_khan) July 1, 2020
আমির জানিয়েছিলেন, একাধিক কর্মীর করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করানো হয়। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ আসে। শুধু অপেক্ষা ছিল বাড়ির বর্ষীয়ান সদস্যের রিপোর্টের জন্য। আমির আবেদন জানিয়েছিলেন, "আপনারা প্রার্থনা করুন, যাতে আমার মায়ের রিপোর্টও নেগেটিভ আসে।" এদিন রিপোর্ট পাওয়ার পর আমির সোশ্যাল মিডিয়ায় জানান, “সবাইকে এই খবরটা জানাতে পেরে আমি স্বস্তি অনুভব করছি। আমার মায়ের রিপোর্টও নেগেটিভ এসেছে”। একই সঙ্গে সবাইকেও ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aamir Khan, Coronavirus