• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • হাতির ধাক্কায় মৃত্যু! তবু দেহ নিল না পরিবার, সৎকারের দায়িত্বে পুলিশই

হাতির ধাক্কায় মৃত্যু! তবু দেহ নিল না পরিবার, সৎকারের দায়িত্বে পুলিশই

এভাবেই সৎকারের দায়িত্বও পালন করলেন পুলিশ।

এভাবেই সৎকারের দায়িত্বও পালন করলেন পুলিশ।

হিন্দু বিধান অনুসারে ওই মৃতদেহ সৎকার করেন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টার এইচ বি মদেগোয়াডা ও তাঁর সহকর্মীরা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 • Share this:

  #বেঙ্গালেরু: করোনা নয়, হাতির ধাক্কায় মৃত এক ব্যক্তির সৎকারের ভার নিতে হল পুলিশকেই। মৃতের পরিবারকে খবর দেওয়া হলেও, করোনা সংক্রমণের ভয়ে দেহ নিতে চায়নি কেউ। অগত্যা পুলিশই শেষকৃত্য সারল।

  কর্ণাটকের ঘটনা। দিন চারেক আগে মাইসোর জেলার চমরাজননগরে এক ব্যক্তির প্রাণ নেয় বুনো হাতির পাল। কর্ণাটকের সীমান্ত লাগোয়া অরণ্যসঙ্কুল ওই অঞ্চলে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে।

  ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশই। তাঁরা ময়নাতদন্তের পরে নিশ্চিত হন যে মৃত্যু হয়েছে হাতির আক্রমণেই। পুলিশ ওই ব্যক্তির পরিবারে খবর দিতেই পরিবার বেঁকে বসে। তাঁরা জানিয়ে দেন, ওই ব্যক্তির সৎকারের দায়িত্ব নিতে পারবেন না।  করোনা সংক্রমণের ভয়েই তাঁরা এই দায়িত্ব নিতে চাইছেন না বলে পুলিশকে জানান।

  অগত্যা হিন্দু বিধান অনুসারে ওই মৃতদেহ সৎকার করেন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টার এইচ বি মদেগোয়াডা ও তাঁর সহকর্মীরা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

  Published by:Arka Deb
  First published: