#নয়াদিল্লি : সারা বিশ্বে করোনা ভাইরাসের দাপটে ত্রাহি ত্রাহি অবস্থা মানবতার ৷ বিজ্ঞানীরা নিজেদের সমস্ত স্কিল ও জ্ঞান নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন করোনা ভাইরাসের ভ্যাকসিন, ওষুধ আবিষ্কারের জন্য ৷ এরমধ্যে ভারতীয় বিজ্ঞানীরা বড় সাফল্য লাভ করলেন ৷ ভারতীয় বিজ্ঞানীরা পেপার ভিত্তিক একটি টেস্ট স্ট্রিপ আবিষ্কার করলেন ৷
এই টেস্ট স্ট্রিপে সহজেই সামনে আসবে যার পরীক্ষা করা হয়েছে তিনি আদৌ কোভিড ১৯ সংক্রমিত কিনা ৷ এই টেস্ট কিটের নাম দেওয়া হয়েছে ফেলুদা কিট ৷ সত্যজিত রায়ের বিখ্যাত ডিটেকটিভ চরিত্র যা আপামোড় বাঙালিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাবিত করেছে তার নামেই এই কিটের নাম দেওয়া হয়েছে ৷ ফেলুদা যেভাবে নিজের মগজাস্ত্র খাটিয়ে অপরাধীকে ধরে ফেলেন ঠিক একইভাবে এই টেস্ট কিটও মারণ করোনা ভাইরাসকে সহজেই ধরে ফেলবে ৷
এই টেস্ট স্ট্রিপের ছোট কাগজে লাইন এলেই বোঝা যাবে যার টেস্ট করা হয়েছে তিনি আদৌ করোনা ভাইরাসে সংক্রমিত কিনা ৷ সিএসআইআর -র বিজ্ঞানীরা র্যাপিড করোনা টেস্টের এই কিট বানানোয় বড় সাফল্য পেয়েছেন ৷ সিএসআইআর সম্পর্কিত জিনোমিকী আর সমবেত জীব বিজ্ঞান সংস্থানের বিজ্ঞানীরা এই স্ট্রিপ আবিষ্কার করেছেন ৷ আর দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কিটে অনেক তাড়াতাড়ি পরীক্ষার ফল সামনে আসছে ৷
ডক্টর শৌভিক মাইতি ও ডক্টর দেবজ্যোতি চক্রবর্তী -র যৌথ রিসার্চের এই ফল ৷ এই কিট পরীক্ষার এক ঘণ্টার মধ্যেই ফল জানিয়ে দেবে যে যাঁর পরীক্ষা হল তিনি আদৌ করোনা ভাইরাস সংক্রমিত কিনা ৷ বৈজ্ঞানিকরা জানিয়েছেন আর প্রচলিত পরীক্ষাগুলির নিরিখে এই পরীক্ষাপদ্ধতি যেমন দ্রুত ফল দেবে ঠিক তেমনিই এই পদ্ধতিতে পরীক্ষা অনেক সস্তা ৷ এই পরীক্ষা পদ্ধতি বহুল প্রচলিত হলে করোনা ভাইরাস পরীক্ষার ক্ষেত্রে অনেক বড় সাফল্য পাওয়া যাবে ৷
আইজিআইবি -র বৈজ্ঞানিক ডক্টর দেবজ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, সংক্রমিত হয়েছে এমন সন্দেহ হলে সেই ব্যক্তির করোনা ভাইরাসের জিনোমিক অনুক্রম খতিয়ে দেখা হবে এই পেপার কিটে ৷ জিন সম্পাদনের একেবারে আধুনিক পদ্ধতি ব্যবহার করে ক্রিস্পার কেস ৯ -র সহযোগে ফলাফল বেরিয়ে আসবে এক ঘণ্টার মধ্যে ৷ এই পরীক্ষা কিট ব্যবহার করে আরও বড় স্তরে ও প্রচুর সংখ্যায় করোন সংক্রমণের টেস্ট করা যাবে ৷ আর এই কিটের খরচ পড়বে ৫০০ টাকা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।