হোম /খবর /দেশ /
কর্মীদের সম্পূর্ণ বেতন নিয়ে বড় সিদ্ধান্ত, লকডাউনের শুরুর নির্দেশিকা প্রত্যাহার

কর্মীদের সম্পূর্ণ বেতন নিয়ে বড় সিদ্ধান্ত, লকডাউনের শুরুর নির্দেশিকা প্রত্যাহার

চতুর্থ দফার লকডাউনে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় ২৯ মার্চের নির্দেশের উল্লেখ নেই

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: লকডাউনের ফলে কর্মচারীদের পুরো বেতন দেওয়ার নির্দেশ প্রত্যাহার কেন্দ্রের ৷ এর ফলে মালিকপক্ষ বেশ কিছুটা স্বস্তি পাবে বলেই মনে করা হচ্ছে ৷ সারা দেশে লকডাউন ঘোষণার পরে ২৯ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এক বিবৃতিতে জানিয়েছিলেন সমস্ত সংস্থা ও অন্যান্য নিয়োগ কর্তাদের প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কর্মচারীদের পুরো মাসের বেতন দিতে হবে, বেতন কাটা চলবে না ৷ করোনা মহামারীর ফলে দেশভর ২৪ মার্চ থেকে লকডাউন শুরু হয়েছে ৷ এই মুহূর্তে চতুর্থ দফার লকডাউন চলছে সারা দেশে ৷

স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা চতুর্থ দফার লকডাউন নিয়ে রবিবারই নয়া নির্দেশিকা জারি করেছেন ৷ সেখানে ২৯ মার্চের নির্দেশিকার কোনও উল্লেখ নেই ৷ অর্থাৎ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কর্মীদের সম্পূর্ণ বেতন দিতে হবে এই নির্দেশিকা নেই ৷ এর আগে কেন্দ্রের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে বেশ কিছু বাণিজ্যিক সংস্থা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল, শুক্রবারই শীর্ষ আদালত এই বিষয়ে কোনও সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রকে ৷

লকডাউনের সময়ে শ্রমিকদের পুরো বেতন দেওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়নি আদালত ৷ তিন বিচারকের ডিভিশন বেঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের বিরুদ্ধে মামলার শুনানি হয় ৷ ঠিক সেখানেই স্পষ্ট হয় ছোট ও এক মালিকি কারবারের ক্ষেত্রে কর্মীদের পুরো বেতন দেওয়ার মত অবস্থায় নেই, কেননা লকডাউনে এই সংস্থাগুলি বেশ ক্ষতির মুখ দেখেছে ৷ তাদের পক্ষ কর্মীদের সম্পূর্ণ বেতন দেওয়া কতখানি সম্ভব সেটিও বেশ বিচার্য বিষয় ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Coronavirus, COVID-19