Home /News /coronavirus-latest-news /
করোনায় মৃত্যু পদ্মশ্রী জ্ঞানী নির্মল সিংয়ের, ধর্মীয় সমাবেশ আয়োজন করেছিলেন তিনিও

করোনায় মৃত্যু পদ্মশ্রী জ্ঞানী নির্মল সিংয়ের, ধর্মীয় সমাবেশ আয়োজন করেছিলেন তিনিও

চলে গেলেন জ্ঞানী নির্মল সিং।

চলে গেলেন জ্ঞানী নির্মল সিং।

 • Share this:

  করোনা প্রাণ নিল স্বর্ণমন্দিরের হাজুরি রাগি জ্ঞানী নির্মল সিংয়ের। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটৈ নাগাদ মৃত্যু হয় তাঁর। পদ্মশ্রী প্রাপক এই ধর্মীয় গায়কের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল বুধবারই।

  এ দিন গুরুনানক দেব হাসপাতালের সিভিল সার্জেন প্রভদীপ কৌর জোহাল জানান, বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাক হয় নির্মল সিংয়ের।

  দিন কয়েক আগেই বিদেশ সফর সেরে ফিরেছিলেন নির্মল সিং। পুলিশ সূত্রে খবর, বিদেশ থেকে ফিরে বড় ধর্মীয় জমায়েতেরও আয়োজন করেছিলেন এই হাজুরি রাগী। তাঁর চণ্ডীগড়ের বাড়িতে নামসংকীর্তন হয় ১৯ মার্চ।মে তিনি অসুস্থ হয়ে পড়েন। শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয় গুরুনানকদেব হাসপাতালে। বুধবার তাঁর দেহে সংক্রমণের খোঁজ মেলে।

  পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে এই শিখ ধর্মগুরুর বাড়ি সিল করে দেওয়া হয়েছে। কোয়ারেন্টাইনে রেখে পরীক্ষা করা হচ্ছে তাঁর পরিবারের সদস্যদেরও। চণ্ডীগড় পুলিশকে ১৯ তারিখের সংকীর্তনে যোগ দেওয়া শিখ ধর্মাবলম্বীদের জরুরুকালীন তৎপরতায় খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছ।

  ২০০৯ সালে পদ্মশ্রী পান জ্ঞানী নির্মল সিংহ। ৩১ টি রাগে গুরুবাণী (গুরুগ্রন্থসাহেবের বাণী) গাইতে জানতেন তিনি।

  Published by:Arka Deb
  First published:

  Tags: Corona Virus

  পরবর্তী খবর