#কলকাতা: করোনা এবার ঘরের দরজায় কড়া নাড়ছে প্রমাণ হয়ে গেল৷ আর দূরের কারোর নয় এবার পরিচিতরা আক্রান্ত হতে শুরু করেছেন ৷ এবার করোনার থাবা টলিউডেও ৷ বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এবার করোনার কবলে ৷ এই মুহূর্তের একটি দৈনিক মেগা সিরিয়ালেও অভিনয় করছেন তিনি ৷
শুধু অভিনেতাই নন তাঁর স্ত্রী ও কন্যাও এই মারণ রোগে আক্রান্ত ৷ অভিনেতার মেয়ে দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ৷
এদিকে লকডাউন পর্বে তিন মাস তাঁরা সকলেই বাড়িতে ছিলেন বলেই জানিয়েছেন অভিনেতার মেয়ে ৷ কিন্তু আনলকে শ্যুটিং শুরু হতে ফের কাজে যোগ দিয়েছিলেন এই অভিনেতা ৷ কী ভাবে সব নিয়ম মানা সত্ত্বেও সংক্রমিত হলেন তাঁরা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতার মেয়ে ৷
প্রথমে অভিনেতার স্ত্রী-র শরীরে সংক্রমণের লক্ষণ দেখা যায় ৷ তাঁর জ্বর হয়েছিল এরপর সুরজিৎ-র গলায় সংক্রমণ হয় ৷ সপরিবারে করোনা পরীক্ষা করালে তাঁদের তিনজনের রিপোর্টই পজিটিভ এসেছে ৷ ইতিমধ্যেই নিজেদের থানাকে ও সংশ্লিষ্ট স্বাস্থ্য দফতরকে সব তথ্য জানিয়ে দেওয়া হয়েছে ৷
এদিকে সবরকম সুবিধা যা একজন করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইনে দেওয়ার কথা তা কী করে দেওয়া হবে কারণ এক বাড়িতেই তাঁরা তিনজন কী করে কোয়ারেন্টাইন থাকবেন এই নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেতার কন্যা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Tollywood