হোম /খবর /দেশ /
কর্মসূত্রে ইতালিতে, বাঙালি মেয়ের জবানবন্দি, শুনে নিন ভাইরাল ভিডিও-র সতর্কতা

কর্মসূত্রে ইতালিতে, বাঙালি মেয়ের জবানবন্দি, শুনে নিন ভাইরাল ভিডিও-র ভয়ানক সতর্কবার্তা

Photo- Facebook / Video grab

Photo- Facebook / Video grab

#ইতালিথেকেবলছি - ঠিক এক মাস আগে ইতালি যে ভুল করেছিল ভারত যেন না করে, সুদূর ইতালি থেকে আর্তি বাঙালি কন্যার

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: করোনা ভাইরাস অতিমারির আকার নিয়েছে ৷  বিশ্ব জুড়ে দাপট করাল করোনার ৷ চিনের পর ইরান ও ইতালি এই মারণ ভাইরাসে এখনও অবধি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ইতালি এই মুহূর্তে লকডাউনের অধীনে৷ ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৬৮২০ ৷ এই মুহূর্তে আক্রান্ত ৬৯, ১৭৬ জন ৷ এমনই পরিসংখ্যান দিয়েছে সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্ট৷

সিভিল প্রোটেকশনের প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানিয়েছেন এই মুহূর্তে নতুন কেসের সংখ্যা ৫২৪৯ ৷ মঙ্গলবারে মৃত্যুর সংখ্যা ৭৪৩ ৷

২১ ফ্রেবুয়ারি ইতালিতে প্রথম করোনা ভাইরাসের কেস পাওয়া গিয়েছিল আর তার এক মাসের মধ্যে মারণভূমি ইতালি ৷ এসব পরিসংখ্যান সাধারণ মানুষকে ভয় পাওয়াচ্ছে ৷ কিন্তু আরও ভয়ের দিকে ঠেলে দিচ্ছে এক বঙ্গতনয়ার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ৷ প্রথমে পড়াশুনো সূত্রে পিঙ্কি সরকার ইতালি যান ,ফের চাকরি সূত্রে এখন সে দেশেরই বাসিন্দা ৷ প্রথম যেদিন করোনা আক্রান্তের কথা শুনেছিলেন সেদিন থেকে ঠিক কী কী ভাবে সময় বয়ে গেছে আর মারণ রোগের মৃত্যুলীলা কীভাবে গোটা দেশকে ছারখার করে দিচ্ছে তার পুরো বিবরণ দিয়েছেন বঙ্গতনয়া ৷

আসলে পিঙ্কি জানেন ভারতে লকডাউন ঘোষণা করা হয়েছে , আক্রান্তের সংখ্যা ৫০০-র একটু বেশি, মৃত ১১ ৷ গোটা দেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের জন্য লকডাউনে রেখেছেন ৷ সত্যি  ভারতীয়রা বা বাঙালিরা ভবিষ্যতের ভয়াবহতা যদি এখনও না বুঝে থাকেন তাহলে পিঙ্কির সহজ সরল জবানবন্দি একেবারে মর্মে মর্মে বুঝিয়ে দেবে এর যৌক্তিকতা ৷ বাঁচাতে হলে একটু ভয় পান ৷ এমনটাই এই ভিডিওর বার্তা া যা এই মুহূ্র্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷

দেখে নিন সেই ভিডিও

Published by:Debalina Datta
First published:

Tags: Coronavirus, Italy, Viral Video, করোনা ভাইরাস, ভাইরাল ভিডিও