হোম /খবর /কলকাতা /
সমস্ত রেকর্ড ভেঙে চুরমার, রাজ্য ও কলকাতায় একদিনে রেকর্ড মৃত্যু- সংক্রমণ

সমস্ত রেকর্ড ভেঙে চুরমার, রাজ্য ও কলকাতায় একদিনে রেকর্ড মৃত্যু- সংক্রমণ

রাজ্যে একদিনে ৬১ আক্রান্তের মৃত্যু ৷ এরমধ্যে শুধু কলকাতায় একদিনে মৃত ২৫ ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: প্রতিদিনই ভাঙছে রেকর্ড ৷ গোটা দেশ সহ বাংলাতেও করোনার ভয়াবহ পরিস্থিতি ৷ বেড়ে চলেছে সংক্রমণ ৷ নবান্নের তরফে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় রাজ্য ও কলকাতা মিলিয়ে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ রাজ্যে একদিনে ৬১ আক্রান্তের মৃত্যু ৷ এরমধ্যে শুধু কলকাতায় একদিনে মৃত ২৫ ৷

রাজ্যে এখনও পর্যন্ত এই নিয়ে মোট ১ হাজার ৮৪৬ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে এযাবকালের সবোর্চ্চ সংক্রমিতের কেস সামনে এসেছে ৷ রাজ্যে একদিনে আক্রান্ত ২ হাজার ৮১৬ জন ৷এর মধ্যে সবচেয়ে বেশি করোনা কেস সামনে এসেছে উত্তর ২৪ পরগণা থেকে ৷ গত ২৪ ঘম্টায় উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত ৭০৯ জন ৷ কলকাতায় একদিনে আক্রান্ত ৬৬৫ জন ৷

এই নিয়ে রাজ্য মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৩ হাজার ৮০০ ৷ এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৯৬২ জন ৷ গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২০৭৮ জন ৷

Published by:Elina Datta
First published:

Tags: Coronavirus