#কলকাতা: আমফান বিধ্বস্ত অঞ্চলগুলিতে পরিষেবা স্বাভাবিক করতে যখন নাভিশ্বাস উঠছে রাজ্যের তখনই নিঃশব্দে থাবা বসিয়ে চলেছে করোনা। গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৯৩ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। এখনও পর্য়ন্ত করোনায় মোট মৃত ২১১ জন। এছাড়াও কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে আরও ৭২ জনের।
মঙ্গলবার বিকেলে পাওয়া স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা সোমবার পর্যন্তও ছিল ৩ হাজার ৮১৬ জন। নতুন করে ১৯৩ জন আক্রান্ত হওয়ায় সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯ জন। এখনও পর্যন্ত স়ক্রিয় রোগীর সংখ্যা ২২৪০ জন।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ছুটি পেয়েছেন মোট ৭২ জন করোনা রোগী। এখনও পর্যন্ত সেরে ওঠা রোগীর সংখ্যা মোট ১৪৮৬ জন।
নমুনা সংগ্রহের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত নমুনা সংগৃহিত হয়েছে ১লক্ষ ৫৫ হাজার ২৭৭ জনের। শেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ২২৮ জনের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID-19, করোনাভাইরাস