• Home
  • »
  • News
  • »
  • coronavirus-latest-news
  • »
  • থিম ভাবনায় কোভিডে বদলে যাওয়া জীবন, স্বল্প বাজেটের পুজোয় চমক বেলগাছিয়া সাধারণের

থিম ভাবনায় কোভিডে বদলে যাওয়া জীবন, স্বল্প বাজেটের পুজোয় চমক বেলগাছিয়া সাধারণের

জাঁকজমকহীন হোর্ডিং বসেছে চার রাস্তার মুখে।

জাঁকজমকহীন হোর্ডিং বসেছে চার রাস্তার মুখে।

অতিমারী করোনা ভাইরাস শুধুমাত্র মানুষের জীবনে থাবা বসায়নি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতেও করোনার প্রভাব লক্ষণীয়।

  • Share this:

কলকাতা: ৭৩ তম বর্ষ। ইচ্ছে বা পরিকল্পনা যাই বলুন, প্লাটিনাম জুবিলি উদযাপনের হাওয়াটা এই বছর থেকেই তোলার সাধ ছিল উদ‍্যোক্তাদের। বাধা হয়ে দাঁড়াল সর্বনাশা কোভিড। সব পরিকল্পনা জলে ভাসিয়ে এখন কোনও মতে মায়ের পুজো উতরে দিতে পারলেই ষোল কলা পূর্ণ, মানছেন টালা পার্কের বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব।

অনেক পরিকল্পনার এক-চতুর্থাংশ নিয়েই এখন পুজো  নামানোর  লড়াইয়ে লড়ছেন শিল্পী সোমনাথ দলুই। দিন সাতেক হল মন্ডপ তৈরির কাজে হাত দেওয়া গিয়েছে। সেটাও আকার, আয়তন, বহরে সাদামাটা। বেলগাছিয়া সাধারণের পূর্বতন পুজোর তুলনায় ছোট তো বটেই। শিল্পী সোমনাথ দলুই বলছিলেন এই বছরের থিমের কথা। মাথায় অন্য ভাবনা ঘুরপাক খেলেও কোভিড পরিস্থিতিতে আগের থিম ভাবনা থেকে সরে আসতে হয়েছে বাধ্য হয়ে। পরিবর্তিত পরিস্থিতিতে বেলগাছিয়া সাধারণের পুজোর থিমে অগ্রাধিকার পাচ্ছে করোনা আবহে আশেপাশের মানুষের সমস্যা, নতুন করে তৈরি হওয়া জীবন যন্ত্রণা আর জটিল জীবনপন্থা।

কোভিডের ফলে পুজো কমিটির আয় ধাক্কা খেয়েছে বহুগুণ। ফলে ব্যয় বাহুল‍্য কমাতে হয়েছে পাল্লা দিয়ে। নাম মাত্র পরিকাঠামোয় এখন পুজো উতরে দেওয়াই লক্ষ্য বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির।

কমিটির অন্যতম কর্তা অর্ণব বাবু বলছিলেন,"এতো বছর ধরে পূজার সঙ্গে যুক্ত। এমন পরিস্থিতির সম্মুখীন আগে কখনও হতে হয়নি। ভালোয় ভালোয় পুজো পার করে দিতে পারলে গঙ্গায় স্নান করে আসব।" বোঝাই যাচ্ছে অতিমারী করোনা ভাইরাস শুধুমাত্র মানুষের জীবনে থাবা বসায়নি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতেও করোনার প্রভাব লক্ষণীয়।

Published by:Arka Deb
First published: