• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • COVID19| বেহালার হাসপাতালেও প্রসূতির শরীরে করোনা! বন্ধ হল শিশু বিভাগ

COVID19| বেহালার হাসপাতালেও প্রসূতির শরীরে করোনা! বন্ধ হল শিশু বিভাগ

বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল

বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল

বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে এক প্রসূতির শরীরে COVID19 পজিটিভ৷ যার জেরে, হাসপাতালের শিশু ও মহিলা শল্য বিভাগ বন্ধ করে দেওয়া হল৷

 • Share this:

  #কলকাতা: করোনা আক্রান্ত হলেন এ বার বেহালার হাসপাতালের প্রসূতি৷ বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে এক প্রসূতির শরীরে COVID19 পজিটিভ৷ যার জেরে, হাসপাতালের শিশু ও মহিলা শল্য বিভাগ বন্ধ করে দেওয়া হল৷

  আজ অর্থাত্‍ বৃহস্পতিবার যাদবপুর কেপিসি মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে চিকিৎসাধীন তিন প্রসূতির এদিন করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাঁরা প্রত্যেকেই সন্তানসম্ভবা ছিলেন। সেই সময় কোনরকম উপসর্গ তাঁদের ছিল না। এদের প্রত্যেকেরই সিজার করে সন্তানের জন্ম হয়। অস্ত্রোপচারের আগে রুটিন চেকআপ করতে গিয়ে চিকিৎসকরা করোনা পরীক্ষা করেন। আর তারপরই মাথায় আকাশ ভেঙে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। দেখা যায়, তিন প্রসূতিই করোনা পজেটিভ। তবে তাঁদের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক অবস্থায় সন্তানের জন্ম দেন। প্রত্যেকের সন্তানই সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

  বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর তার প্রকাশিত বুলেটিনে জানায়, রাজ্যে গত ২৪ ঘন্টায় ৯২ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। রাজ্যে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৪৮ জন। মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১০১ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৯ জনের। মানে নতুন করে করোনা আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের।

  Published by:Arindam Gupta
  First published: